Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ট্রেড ইউনিয়নের উদ্যোগে হলদিয়া মহকুমার শাসক দপ্তরের ডেপুটেশন

হলদিয়া কেন্দ্র ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও 12 ই জুলাই কমিটি উদ্যগে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে  স্মারকলিপি জমা।করোনা আবহাওয়া কাটতেই ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসছে। করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদে…

 




হলদিয়া কেন্দ্র ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও 12 ই জুলাই কমিটি উদ্যগে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে  স্মারকলিপি জমা।করোনা আবহাওয়া কাটতেই ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসছে। করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া মহাকুমার এলাকায় নন্দীগ্রামের জনসভা এসেছেন। হলদিয়া সিপিআইএম, সি আই টি ইউ সহ অন্যান্য ট্রেড ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন দাবি- নিয়ে হলদিয়া মহকুমার শাসক এর নিকট ডেপুটেশন। মূলত দাবি,

কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন,শ্রম আইন,হলদিয়া শিল্পঞ্চল কে পুনরুজ্জীবিত করতে,বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়।এবং মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করা হয় ও বিক্ষোভ দেখানো হয়। হলদিয়া বহু ট্রেড ইউনিয়ন কর্মী এই বিক্ষোভে সামিল হয়।উপস্থিত ছিলেন  এবং মহকুমা শাসকের দপ্তরে বক্তব্য রাখেন CITU'র নেতৃত্ব কমরেড অচিন্ত্য শাসমল, ,শান্তনু দাস , দেবেশ  আদক ,AITUC --অনিমেষ মান্না, বাদল মাইতি ,UTUC অনিমেষ মাইতি , DYFI - যুবনেতা পরিতোষ পট্টনায়ক  সহ প্রমুখ নেতৃত্বগন ।



No comments