Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আত্মরক্ষার তাগিদে গেঁওয়াখালীতে ক‍্যারেটা প্রশিক্ষণ শিবির

রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে ক্যারাটে শেখার জন্য কন্যাশ্রী-ছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়েছিল। তারি নিরিখে"পশ্চিমবঙ্গ সোতোকান ক‍্যারেটা ডু জাপান ফেডারেশন অফ ইন্ডিয়ার" উদ‍্যোগে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার গেঁওয়াখালি…

 




রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে ক্যারাটে শেখার জন্য কন্যাশ্রী-ছাত্রীদের উদ্বুদ্ধ করা হয়েছিল। তারি নিরিখে"পশ্চিমবঙ্গ সোতোকান ক‍্যারেটা ডু জাপান ফেডারেশন অফ ইন্ডিয়ার" উদ‍্যোগে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার গেঁওয়াখালি নদী পাড়ে অনুষ্ঠিত হয় বিনামূল্যে ক‍্যারেটা প্রশিক্ষণ শিবির।

জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় দেড়শো জন ছেলে-মেয়েদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে বিশেষ মানপত্র প্রদান করা হয়।এদিনের প্রশিক্ষণ শিবিরে রাজ‍্যের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।সংগঠনের সভাপতি সেন্সাই আশরাফ আলি,সেন্সাই রাম সোরেন,সেন্সাই সেখ খুরসেদ,সেন্সাই সমরেশ পাল প্রমুখ।সেন্সাই বিধান জানা বলেন,বর্তমান সময়ে মূলত মেয়েদের ক‍্যারেটা প্রশিক্ষণ অত্যন্ত জরুরী।ভবিষ্যতে পুলিশ বা সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে এই মানপত্র প্রাধান্য পাবে।এবং আমরা আগামী দিনে বিনা খরচে জেলার বিভিন্ন এলাকায় উৎসাহী ছেলে-মেয়েদের ক‍্যারেটা প্রশিক্ষণ দেবো।আজকের প্রশিক্ষণ শিবিরে প্রায় শতাধিক মেয়ে উপস্থিত ছিল।এভাবে নিজেদের আত্মরক্ষার তাগিয়ে ক‍্যারেটা প্রশিক্ষণ নিতে হবে।ছাত্রীদের কথায় ক‍্যারেটা প্রশিক্ষণ নেওয়ার ফলে আমরা এখন নিজেরাই রাস্তাঘাটে স্বাধীন ভাবে চলাফেরা করতে পারি।

No comments