Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে জাতীয় কংগ্রেসের মিছিল

১. কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় কৃষক স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ এবং আইন প্রণয়ন ও কিষান মাণ্ডিতে চাষীদের ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (MSP) প্রদানের দাবিতে,২. কোলাঘাট ব্লকের অন্যতম প্রধান কৃষিসম্পদ ফুল বিক্র…

 





১. কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় কৃষক স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ এবং আইন প্রণয়ন ও কিষান মাণ্ডিতে চাষীদের ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (MSP) প্রদানের দাবিতে,

২. কোলাঘাট ব্লকের অন্যতম প্রধান কৃষিসম্পদ ফুল বিক্রয়ের জন্য আধুনিক বাজার, হিমঘর এবং ফুল থেকে সম্ভাব্য রং, সুগন্ধি ইত্যাদি প্রস্তুতের কারখানা তৈরির দাবিতে,

৩. কোলাঘাট জল প্রকল্প সহ প্রাইমারি স্কুল, রামকো প্রজেক্ট, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদিতে চাকরির নামে বেকার যুবকদের কাছ থেকে স্থানীয় শাসক দলের নেতারা যে ঘুষ নিয়েছেন তা ফেরতের দাবি ও বহিরাগত দের নিয়োগ বাতিল করে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের দাবিতে

৪. রূপনারায়ন নদীতে পর্যটক, নৌকা মাঝি, স্থানীয় ব্যবসায়ীর স্বার্থে নৌকা বিহার চালুর দাবিতে

৫. দেউলিয়া বাজার যানজট মুক্ত রাখতে ও দুর্ঘটনা রুখতে ওভার ব্রিজ নির্মাণ ও কোলাঘাট স্টেশন চত্বর যানজট মুক্ত রাখতে টোটো ও অটোর স্থায়ী স্ট্যান্ড করার দাবিতে

৬. প্রতি সপ্তাহে দু'দিন হাট বারে (সোম ও শুক্র বার) ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কোলাঘাট পুরানো বাস স্ট্যান্ড থেকে কোলাঘাট বিদ্যাসাগর মোড় পর্যন্ত সকাল ৯ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত বড় যানবাহন (বাস, ট্রেকার, ম্যাজিক ইত্যাদি) চলাচল বন্ধ রাখার দাবিতে

৭. দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে ও রেশন ডিলারদের খাদ্য-দ্রব্য অবৈধ ভাবে খোলা বাজারে বিক্রি রুখতে রাজ্য সরকারের প্রত্যক্ষ কঠোর নজরদারি চালানোর দাবিতে কোলাঘাট ব্লক কংগ্রেসের উদ্যোগে দেনান বাজার থেকে কোলাঘাট রাজপথের ওপর দিয়ে কোলাঘাট হাইস্কুলের পাশ দিয়ে কোলাঘাট হ্যামিল্টন ব্রীজ পর্যন্ত মহামিছিল।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র, কোলাঘাটের দুইজন ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন, সঞ্জয় পুরোহিত এবং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী ও শিউ মাইতি সহ কোলাঘাট ব্লক কংগ্রেস নেতৃত্ব ও অগণিত কর্মী-সমর্থকবৃন্দ।

No comments