Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবান্নের উদ্যোগে নটপটিয়ায় সপ্তসতী মহাযজ্ঞ

নটপটিয়া মৎস্যজীবীদের উদ্যোগে নদীপাড়ে গঙ্গাপূজা ও যজ্ঞ শুরু হয়।প্রায় ৫০ বছর পেরিয়ে এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত মৎসজীবীরা। নটপটিয়া গ্রামে প্রায়  ১৫০ জন মৎসজীবি নদীবক্ষে সারা বছর ধরে মাছ ধরে থাকেন। এই ঘাটে প্রায় ৩৫ ট…

 



নটপটিয়া মৎস্যজীবীদের উদ্যোগে নদীপাড়ে গঙ্গাপূজা ও যজ্ঞ শুরু হয়।প্রায় ৫০ বছর পেরিয়ে এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত মৎসজীবীরা। নটপটিয়া গ্রামে প্রায়  ১৫০ জন মৎসজীবি নদীবক্ষে সারা বছর ধরে মাছ ধরে থাকেন। এই ঘাটে প্রায় ৩৫ টি নৌকা মাছ ধরার জন্য বেরিয়ে পড়েন।করোণা কাটিয়ে তারা এবছর প্রথম নদীবক্ষে মাছ ধরার জন্য যাবেন। সেই জন্য তার আগেই  মনসা এবং গঙ্গা পূজা ও  সপ্তসতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।  শতাধিক দুঃস্থ মানুষের চক্ষু পরীক্ষা শিবির করা হয়।এলাকায় এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়ে।মৎস্যজীবীরা নদীতে মাছ ধরার আগে এই দেবীকে সন্তুষ্ট করার  জন্য এই বাৎসরিক অনুষ্টান জানালেন, কর্মকর্তা কিংকর দাস,বিশ্বজিৎ চক্রবর্তী। লৌকিক দেবী বনবিবি,মনসা,শীতলা,আটেশ্বরি দেবিদের আরাধনাকরা হয়।এই উপলক্ষে  তিন হাজার মানুষের ভোগের ব্যাবস্থা  করা হয়।নবান্ন নামে মৎস্যজীবীদের এই সংস্থার  আর এক সদস্য সুমন দাস জানালেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহাযজ্ঞের এই আয়োজন। গ্রামবাসীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কুকড়াহাটিতে এই অনুষ্ঠানের ব্যাপক সাড়া পাওয়া যায়।

No comments