Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের নবগঠিত সভাপতি সৌমেন মহাপাত্র

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পুনর্গঠন করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী। সাংসদ শিশির অধিকারী জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও  সভাপতি দুটি পদেরই দায়িত্বে ছিলেন। পুনর্গঠনের ফলে জেলা তৃণমূল কংগ্রেসের …

 





পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পুনর্গঠন করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী। সাংসদ শিশির অধিকারী জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও  সভাপতি দুটি পদেরই দায়িত্বে ছিলেন। পুনর্গঠনের ফলে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রাজ্যের মন্ত্রী অধ্যাপক ডঃ সৌমেন মহাপাত্র। চেয়ারম্যান হিসাবে রাখা হল প্রবীণ সাংসদ শিশির অধিকারী কে।সবমিলিয়ে ১১ জনের কোর কমিটি গঠিত হয়েছে। কাঁথি থেকে জেলা কোঅর্ডিনেটর হিসাবে কোর কমিটি তে দায়িত্ব পেয়েছেন প্রবীণ নেতা বিধায়ক।

অখিল গিরি, বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। জেলা মুখপাত্র  হিসাবে ভগনাপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মন। জেলা কোঅরডিনেটর অখিল গিরি র দায়িত্ব রয়েছে পটাশপুর, এগরা,রামনগর,চন্ডীপুর বিধানসভা কেন্দ্র সমূহ।বিধায়ক অর্ধেন্দু মাইতি র দায়িত্বে রয়েছে ভগবানপুর, ময়না,নন্দকুমার ও তমলুক বিধানসভা কেন্দ্র।জেলা কোঅর্ডিনেটর মামুদ হোসেনের দায়িত্বে থাকল উত্তর কাঁথি ও দক্ষিণ বিধানসভা কেন্দ্র।পুরনো কমিটি থেকে বাদ গেলেন কর্মাধ্যক্ষ অানন্দ অধিকারী ও মধুরিমা মন্ডল। কোর কমিটির অন্যান্য সদস্যরা হলেন সেক সুপিয়ান, দেবপ্রসাদ মন্ডল, গৌরমোহন দাসঠাকুর,তাপস মাইতি (সুতাহাটা) প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেসের তাপস কুমার মাইতি  জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা  জ্ঞাপন করেন।

No comments