ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/jkF-sDCppm4সাম্প্রতিক করোনাভাইরাস সমস্ত রকমের ভাইরাস টেস্ট এখন হলদিয়া বিসি রায় হাসপাতাল হবে বলে জানালেন বিসিরায় হাসপাতালের সম্পাদক আশীষ লাহিড়ী আজকের উদ্বোধন করেন সংস্থার কর্ণধার ডঃ লক্ষ…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/jkF-sDCppm4
সাম্প্রতিক করোনাভাইরাস সমস্ত রকমের ভাইরাস টেস্ট এখন হলদিয়া বিসি রায় হাসপাতাল হবে বলে জানালেন বিসিরায় হাসপাতালের সম্পাদক আশীষ লাহিড়ী আজকের উদ্বোধন করেন সংস্থার কর্ণধার ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ।
হলদিয়া বিসি রায় হাসপাতাল চালু হলো আইসিএমআর অনুমোদিত করোনা টেস্ট ল্যাব। সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখার পর আইসিএমআর বিসি রায় হাসপাতালে ভাইরোলজি ল্যাব সহ করোনা র্টেস্ট ল্যাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এবার থেকে শিল্পশহর মিলবে করোনা আরটিপিসিআর পরীক্ষার সুযোগ। মঙ্গলবার এ কথা জানিয়ে ছেন আইকেয়ার সংস্থার সম্পাদক ও হাসপাতাল অন্যতম কর্মকর্তা আশীষ লাহিড়ী ।তিনি জানান এই ভাইরোলজি ল্যাব প্রথম অনুমোদন দেয় ন্যাশনাল অ্যাক্রেডিটেশান বোর্ড ফর টেস্টিং এন্ড ক্যালিব্রেশান ল্যাবরেটরিজ সংক্ষিপ্ত নাম (এন এ বি এল) এই সংস্থাটি বোর্ড অফ কোয়ালিটি কাউন্সিল ইন্ডিয়ার অংশ।এই ল্যাবের অনুমোদন দেয় ভূবনেশ্বর এইমস।
চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ইন্ডিয়া কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ( আইসিএমআর) সোমবার সন্ধ্যে নাগাদ আইসিএমআর ওয়েবসাইটের নয়া করোণা টেস্ট ল্যাব হিসেবে হলদিয়া বিসিরায় ল্যাবটি যুক্ত হয়েছে। হলদিয়া থেকে করোনা টেস্টের জন্য এতদিন মুখের লালা রস বা সওয়াবের নমুনা সংগ্রহের পর তা কলকাতা আরজিকর মেডিকেল হাসপাতালে পাঠানো হতো। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল রয়েছে। এগরা তেও দুটি করোনা টেস্ট ল্যাব রয়েছে। তবে হলদিয়া বিসি রায় হাসপাতাল ও মেডিকেল কলেজের ল্যাবটি এগুলির চেয়ে উন্নত ও পরিকাঠামো দিক দিয়ে অত্যাধুনিক। ডাঃ গঙ্গাধার মিত্র বলেন এই ল্যাবে এক সঙ্গে ৯৮ জনের পরীক্ষা করা যাবে। অত্যাধুনিক সরকারি মূল্য হলদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলার করোনা টেস্ট কলকাতা আরজিকর হাসপাতালে হত। রিপোর্টার আসতে তিন দিন সময় লেগে যেত ।এখন পাঁচ ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে বলে জানালেন।
No comments