মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যেসংঘর্ষ বোমাবাজির অভিযোগ ভাঙচুর একাধিক গাড়ি, ধরিয়ে দেওয়া হলো একাধিক মোটরসাইকেল, ঘটনায় উত্তপ্ত গোটা বাজকুল এলাকা, এবিভিপি ছাত্র সং…
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যেসংঘর্ষ বোমাবাজির অভিযোগ ভাঙচুর একাধিক গাড়ি, ধরিয়ে দেওয়া হলো একাধিক মোটরসাইকেল, ঘটনায় উত্তপ্ত গোটা বাজকুল এলাকা, এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ কলেজের ভিতরে এবিভিপি র দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে জানিয়ে শুরু হয় বচসা এবং সংঘর্ষ, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ, তাদের পাল্টা দাবি এবিভিপি ছাত্রসংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে আমার জানা নেই, পাশাপাশি শুভেন্দু অধিকারী কে নিয়ে মীরজাফরের আখ্যা দিয়ে তিনি বলেন নব এবং পুরাতন বিজেপি কর্মীর মধ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে, গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায়, ঘটনার প্রতিবাদে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী।
No comments