পটাশপুর থানার অন্তর্গত ভগবানপুর-এগরা রাজ্যসড়ক এ ট্রাক এর ধাক্কায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। এলাকায় পুলিশ কে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ অবরুদ্ধ রাজ্য সড়ক। জানা গেছে পটাশপুর থানার খাড়- বিবেকানন্দনগর এলাকায় রামকৃষ্ণ …
পটাশপুর থানার অন্তর্গত ভগবানপুর-এগরা রাজ্যসড়ক এ ট্রাক এর ধাক্কায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। এলাকায় পুলিশ কে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ অবরুদ্ধ রাজ্য সড়ক। জানা গেছে পটাশপুর থানার খাড়- বিবেকানন্দনগর এলাকায় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ এ প্রাইভেট টিউশন পড়ার শেষে পুস্তক জানা (৮) (বাড়ি বাড়শংকরপু) নামে এক স্কুল ছাত্র রাস্তা পারাপার করার সময় এগরার দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ছাত্রটিকে ধাক্কা মেরে পিষে দিয়ে পলাতক হয়। ঘটনাস্থলেই ছাত্রটির মৃত্যু হয়। এরপরেই উত্তেজনা ছড়ায়। পটাশপুর থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ চলছে। অভিযোগ পুলিশের নজরদারি ও ডাম্পারগুলির দ্রুতগতির জন্য এরূপ দুর্ঘটনা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ রাজ্য সড়ক।


No comments