Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে একদিনের সফরে এসে রাজ্য সরকারের উপর তোপ দাগলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়

পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক অস্থিরতার মাঝে টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা একদিনের সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং সঙ্গে থাকছেন তার স্ত্রী সুদেস ধনকড়, সেট ট্যুইট অনুযায়ী প্রশাসনের তরফ থেকে বাড়তি নি…

 





পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক অস্থিরতার মাঝে টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা একদিনের সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং সঙ্গে থাকছেন তার স্ত্রী সুদেস ধনকড়, সেট ট্যুইট অনুযায়ী প্রশাসনের তরফ থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে গোটা এলাকা জুড়ে,পাশাপাশি সাজ সাজ রব গোটা পূর্ব মেদিনীপুর জেলা, প্রসঙ্গত গত ১৯ সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব,তারপর থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, তাই আটো সাটো নিরাপত্তায় করে দেওয়া হয়েছে গোটা শহর,এদিন একদিনের জেলা সফরে এসে রাজ্যপাল ও তার স্ত্রী প্রথমে তমলুকের বর্গ ভীমা মন্দিরে পুজো দিয়ে পুরতত্ব জাদুঘর ঘুরে দেখেন রাজ্যপাল ও তার স্ত্রী, এরপর মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান রাজ্য প্রশাসনের উপর কার্যত আঙ্গুল তুলেন তিনি, তিনি বলেন বর্তমান শাসন ব্যবস্থা তেমন নেই পশ্চিমবাংলায়, এখানে এক রাজনৈতিক দলের সংঘ দিয়ে চলছে রাজ্য প্রশাসন,পুলিশ প্রশাসন যদি কোনো রাজনৈতিক দলের সংজ্ঞা দিয়ে সাধারন মানুষ হয়ে কাজ করেন তাহলে পুলিশ প্রশাসনের উপর তাদের আস্থা থাকবে, পাশাপাশি ভোটের হিংসা নিয়ে কার্যত মুখ খুললেন রাজ্যপাল তিনি বলেন সংবিধান অনুযায়ী প্রত্যেক ভোটারের নিজস্ব অধিকার আছে নিজস্ব পছন্দের মত জায়গায় ভোট দান করতে, সেখানে এই পরিস্থিতি আসছে না বাংলায়, পাশাপাশি কৃষি আইন এর সমর্থনে মুখ খুলতে দেখা গেল রাজ্যপাল কে,তিনি বলেন গোটা ভারতবর্ষে যেখানে কেন্দ্রের নানান সুযোগ সুবিধা পাচ্ছে চাষিরা সেক্ষেত্রে বাংলার চাষিরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে না,পাশাপাশি বহিরাগত সম্বন্ধেও সুর শোনা গেল রাজ্যপালের গলায়,সে ক্ষেত্রে তিনি বলেন আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী অর্থাৎ এই দেশেরই সন্তান সে ক্ষেত্রে বেশ কিছু কেন্দ্রীয় জনপ্রতিনিধিদের বহিরাগত বলে তকমা দেওয়া হচ্ছে, এদিন তমলুক থেকে বেরিয়ে কোলাঘাট ব্লকের তাপবিদ্যুৎ কেন্দ্রের গেস্ট হাউস এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা করা হয়, এই দিনেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কার্যত একই প্রসঙ্গ উঠে আসে রাজ্যপালের গলায়, যেখানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক নিয়ে সুর শোনা গেল রাজ্যপালের গলায়, পাশাপাশি সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম কে তিনি বলেন সংবাদমাধ্যম তাদের সংবিধান অনুযায়ী কাজ করতে পারছেন না বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ বর্তমান আইনি ব্যবস্থা ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও কার্যত ক্ষোভ উগরে দেন রাজ্যপাল জগদীপ ধনক,কার্যত এক কথায় বলা যেতে পারে বর্তমান রাজ্য সরকারের সাথে রাজ্যপালের যে সংঘাত তৈরি হয়েছে তাতে ক্ষুব্দ রাজ্যপাল এমনটাই তার মন্তব্যে বোঝা যায়।


No comments