Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন বছরে নদীবক্ষে বেড়ানোর সুবর্ণ সুযোগ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ht80Krb5idIনববর্ষে নতুনভাবে করোনাকে জয় করে প্রকৃতির সঙ্গে নদীবক্ষে ঘুরে বেড়ানোর দুদিনের সুবর্ণ সুযোগ করে দিল হলদিয়া উন্নয়ন পর্ষদ। বছরের প্রথম এবং দ্বিতীয় দিন থেকে মাত্র ১৯৯ টাকা দিয়ে …

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ht80Krb5idI

নববর্ষে নতুনভাবে করোনাকে জয় করে প্রকৃতির সঙ্গে নদীবক্ষে ঘুরে বেড়ানোর দুদিনের সুবর্ণ সুযোগ করে দিল হলদিয়া উন্নয়ন পর্ষদ। বছরের প্রথম এবং দ্বিতীয় দিন থেকে মাত্র ১৯৯ টাকা দিয়ে গেঁওয়াখালী ত্রিবেণী সঙ্গম থেকে নদীবক্ষে ঘুরে বেড়াতে পারবে পর্যটকরা। প্রসঙ্গত,উইক এন্ড ছুটিতে শীতের রোদ গায়ে মেখে হলদি ও হুগলি নদীর বুকে ঘুরে বেড়ানোর জন্য হলিডে রিভার ক্রুজ চালু করেছেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। রাজ্যে জলপথ পরিবহন দপ্তরের দেওয়া একটি ভেসেলকে ভ্রমণ পিপাসুদের জন্য সাজিয়ে তৈরি করেছে এমবি নিবেদিতা রিভার ক্রুজ ভেসেল। ত্রিবেণী সঙ্গম থেকে হলদিয়া  পর্যন্ত দীর্ঘ প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার তরঙ্গহীন নদীপথে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়াবে সেই ক্রুজ ।কলকাতার বড় বড় জাহাজ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হবে ভ্রমণ পিপাসুদের। জাহাজের ঢেউয়ের দোলায় রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হবেন তারা। ইউরোপিয়ান স্টাইলে নয় দেশের আদলে বাংলা সংস্কৃতির দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেভাবেই সাজিয়ে তোলা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। বসার জন্য প্লাস্টিকের পরিবর্তে লোকসংস্কৃতির তৈরি বেতের চেয়ার লাগানো হয়েছে। ক্রুজের সবসময় বাংলা নদীর গান ভাটিয়ালি সুর বাজবে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। তথ্যসংস্কৃত দপ্তরের সঙ্গে যৌথভাবে জেলার লোক সংস্কৃতি লোকদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। ভবনে বাউল শিল্পীরা থাকবেন পর্যটকদের আয়োজনে ব্যান্ডের গানের ব্যবস্থা রাখা হয়েছে। গান শুনতে শুনতে নদীপাড়ে গ্রাম শতবর্ষ প্রাচীন মন্দির মৎস্যজীবীদের নৌকায় মনোরম দৃশ্য দেখবেন ভ্রমণপিপাসু। ম্যানগ্রোভ জঙ্গল হলদিয়া শিল্পাঞ্চল বন্দরের জেটিতে দাঁড়িয়ে থাকা তেলবাহী জাহাজ যুদ্ধ জাহাজ। এইচডিএ অফিসার পি হরিশংকর বলেন ২০১৯ সালের শেষ নাগাদ চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল। তারপর বেড়ানোর পরিকল্পনা থমকে যায় এবার করোণা ভয় কাটিয়ে মানুষ কাছেপিঠে বেড়ানোর পরিকল্পনা করছেন। সেজন্য বড়দিনের সময় থেকে হলদিয়া গেঁওখালি নদী ভ্রমণ চালু হয়েছে উইথ এন্ড কলকাতা কাছাকাছি প্রকৃতির কোলে প্যাকেজ ট্যুরের জন্য পরিকল্পনা করেছে। পর্যটকদের আতিথিয়তার জন্য ফ্যাশনের সঙ্গে এইচ ডি এর নিজস্ব সরকারি গেস্ট হাউস রয়েছে অনলাইনে বুকিং করা ব্যবস্থা করা হয়েছে। সেভাবেই গেঁওখালি ত্রিবেণী সঙ্গম গেস্টহাউস হলদিয়া টাউনশিপ হলদিয়া ভবন পর্যটনের অতিথিদের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ।এইচডিএ ত্রিবেণী গেস্ট হাউস হাজার টাকায় মিলবে ডবল বেড্রুম। এইচডিএ সূত্রে জানা গিয়েছে 30 জন  দু'ঘণ্টা ঘুরে বেড়ানোর ভাড়া 8000 টাকা। পরবর্তী ঘন্টার জন্য লাগবে আরও চার হাজার টাকা। 30 জনের বেশি মূল্যে মাথাপিছু 150 টাকা করে গুনতে হবে  ভ্রমণার্থীদের। উঠতে পারবেন কুকড়াহাটি রায়চক হলদিয়া টাউনশিপ থেকে। ক্রুজ ভাড়া নিতে পারবেন পর্যটকরা। তবে অপেক্ষাকৃত বেশি ভাড়া এই অভিযোগ তুলেছেন পর্যটকরা।এক আধিকারিক বলেন এবার উইক এন্ড পর্যটনের গুরুত্ব দিচ্ছে শিল্প শহর ।মহিষাদল রাজবাড়ি তমলুকে কেন্দ্র করে নতুন প্যাকেজ তৈরি করা হয়েছে। শিল্প শহরের হোটেল ব্যবসা ভীষণ মার খেয়েছে সে জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।ভাড়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ভাবনা চিন্তা রয়েছে।


No comments