Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের দলীয় কার্যালয় পুনরুদ্ধার শুরু করল তৃণমূল

কাঁথি শহর জুড়ে নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার শুরু করল তৃণমূল।আর সেই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮ নং  ওয়ার্ডের রূপশ্রী সিনেমা হলের কাছে ব্যবসায়ী সমিতির অফিসকে 'দাদার অনুগামী'র…

 





কাঁথি শহর জুড়ে নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার শুরু করল তৃণমূল।আর সেই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য। 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮ নং  ওয়ার্ডের রূপশ্রী সিনেমা হলের কাছে ব্যবসায়ী সমিতির অফিসকে 'দাদার অনুগামী'র সহায়তা কেন্দ্র হিসেবে চালু করে শুভেন্দু অনুগামীরা। কনিষ্ক পন্ডার নেতৃত্বে এই কেন্দ্র চালু হয় ।সেই কেন্দ্রকেই বৃহস্পতিবার তৃণমূল নেতা তরুণ জানার নেতৃত্বে উদ্ধার করল তৃণমূল।

তবে শুধু ৮ নং ওয়ার্ড নয়,৯ নং ওয়ার্ডেও তৃনমূলের দখল করা অফিস ফের পুনরুদ্ধার করলো তৃনমূল।রাজ্য যুব তৃনমূলের সহ সভাপতি সুপ্রকাশ গিরির নেতৃত্বে এই অফিস পুনরুদ্ধার হয় ।


 কাঁথির মেছাদা বাইপাসে যে তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিসটি সম্প্রতি বিতর্কিত বহিষ্কৃত তৃণমূল নেতার নেতৃত্বে গেরুয়া রং করে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র করেছিল সেই অফিসে এদিন তৃণমূল দলবল এসে সাদা রং করে দিল। শুভেন্দু অধিকারীর খাশ তালুকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

যদিও এই অফিসটির দায়িত্বে থাকা নেতা কনিষ্ক পণ্ডা বলেন গায়ের জোরে তৃণমূল এই কাজ করছে।গণ তান্ত্রিক ভাবে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হবে

ব্যাবসায়ী সমিতির সদস্য কৃষ্ণেন্দু খামারি বলেন তাঁদের অন্ধকারে রেখেই সমিতির সম্পাদক কনিষ্ক পন্ডা নিজের ইচ্ছামত অফিসের রং বদলে,শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র চালু করে ছিলো।এই সদস্য বলেন কেউ নিজের মত বদলাতেই পারেন,কিন্তু সেই মত কারো উপরে চাপিয়ে দিতে পারেনা।এই সংগঠনের সভাপতি সন্তোষ বাগ বলেন তাঁদের সংগঠন অরাজনৈতিক সংগঠন।সব রাজনৈতিক দলের কর্মীরা এখানে উপস্থিত আছেন ।তাই এই ভাবে কাউকে না বলে সমিতির অফিসকে কারো ব্যাক্তিগত সহায়তা কেন্দ্র চালু করা উচিত হয়নি

No comments