Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সি পি আই (এম ) উদ্যোগে পাঁশকুড়া থানায় ডেপুটেশন

পূর্ব মেদিনীপুর জেলার বাম ও  সহযোগী দল সমূহের ডাকে রবিবার পাঁশকুড়া থানায় ডেপুটেশন জমা দেয়া হয় পাঁশকুড়া সি পি আই এম এর নেতৃত্ব ।এইদিন শতাধিক বাম সমর্থকরা পাঁশকুড়া বাজার থেকে মিছিল করে পাঁশকুড়া থানাতে আসেন।জানা যায় পুলিশ প্…

 





পূর্ব মেদিনীপুর জেলার বাম ও  সহযোগী দল সমূহের ডাকে রবিবার পাঁশকুড়া থানায় ডেপুটেশন জমা দেয়া হয় পাঁশকুড়া সি পি আই এম এর নেতৃত্ব ।এইদিন শতাধিক বাম সমর্থকরা পাঁশকুড়া বাজার থেকে মিছিল করে পাঁশকুড়া থানাতে আসেন।জানা যায় পুলিশ প্রাসাসনের নিরপেক্ষতার দাবিতে,শাসক দলের স্তাবকতার বিরুদ্ধে,মিথ্যা মামলা প্রতাহার সহ এলাকায় শান্তি ও শৃঙ্খলা  রক্ষা সহ কয়েক দফা দাবি নিয়ে তাদের ডেপুটেশন পাঁশকুড়া থানাতে জমা দেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক ইব্রাহীম আলি,চিত্তরঞ্জন দাস ঠাকুর সহ একাধিক নেতৃত্বেরা। সিপিএম এর নেতা চিত্তরঞ্জন দাস ঠাকুর বলেন-" আমরা ছ‍য় দফা দাবি নিয়ে মিছিল করলাম তারপর পাঁশকুড়া থানাতে ডেপুটেশন জমা দিলাম। মূলত পুলিশ প্রাসাসনের নিরপেক্ষতার দাবিতে,শাসক দলের স্তাবকতার বিরুদ্ধে,মিথ্যা মামলা প্রতাহার সহ এলাকায় শান্তি ও শৃঙ্খলা  রক্ষা নিয়ে ও বিরোধী দলগুলির অত্যাচার ও তাতে পুলিশ সামিল হচ্ছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে এই ডেপুটেশান। পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছেন এই বিষয়গুলি সম্পর্কে ব্যবস্থা নেবেন।যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব"।

No comments