Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বঙ্গধনী কর্ম সূচীর পাল্টা বিজেপির মন্দিরে মন্দিরে হরি ধ্বনি কর্ম সূচী

নন্দীগ্রাম ২ব্লকের আমদাবাদ অঞ্চলে সকাল ১০টা থেকে দুয়ারে দুয়ারে সরকার,ও  বঙ্গধনী কর্ম সূচীর পাল্টা  মন্দিরে মন্দিরে হরি ধ্বনি কর্ম সূচীর আয়োজন করে ভারতীয় জনতা পার্টি।এই অনুষ্ঠানে খোল করতাল সহোযোগে শতাধিক বিজেপি কর্মীরা এই অনুষ…

 





নন্দীগ্রাম ২ব্লকের আমদাবাদ অঞ্চলে সকাল ১০টা থেকে দুয়ারে দুয়ারে সরকার,ও  বঙ্গধনী কর্ম সূচীর পাল্টা  মন্দিরে মন্দিরে হরি ধ্বনি কর্ম সূচীর আয়োজন করে ভারতীয় জনতা পার্টি।এই অনুষ্ঠানে খোল করতাল সহোযোগে শতাধিক বিজেপি কর্মীরা এই অনুষ্ঠানে যোগদান করে। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল, উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ২ দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানা, সহ সভাপতি দিলীপ পাল, সাধারণ সম্পাদক সুবল খাটুয়া,সম্পাদক সরূপ দাস,সম্পাদক দীপঙ্কর দাস,সম্পাদক শুভময় পণ্ডা প্রমূখ। 

তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেন শিক্ষার অন্তেষ্টি দিয়ে, মমতার সরকার যখন দুয়ারে দুয়ারে সরকার এবং বঙ্গধনী কর্ম সূচী নিচ্ছে তখন একের পর এক কল কারখানা বন্ধ হয়ে রয়েছে,


রাজ্যের শিল্প,স্বাস্থ্য, কর্মসংস্থানের অবস্থা ভীষণ খারাপ, দিনের পর দিন বেকারত্ব বাড়ছে।তখন নন্দীগ্রাম থেকে বিজেপি পরিবার তৃণমূল সরকারকে  উৎখাত করতে মন্দিরে মন্দিরে এই হরি ধ্বনি কর্ম সূচীর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্ম সূচীর আজ প্রথম সূচনা হলো নন্দীগ্রাম ২ দক্ষিণ মণ্ডলের আমদাবাদ অঞ্চল থেকে। যে সব মন্দির পূজা দেওয়া হয়- সুবদী শীতলা মন্দির, মুঙ্গেশ্বরী শীতলা মন্দির , তরুণ সংঘ নারায়ন মন্দির, মিতালি সংঘ কালী মন্দির, কুমির মারা গৌরাঙ্গ মন্দির, টাকাপুরা গৌরাঙ্গ মন্দির, আমদাবাদ হনুমান মন্দির, চালমারি বাজার শিব মন্দির, মধ্য পল্লী হরি মন্দির, পশ্চিম আমদাবাদ শীতলা মন্দির, পরবর্তী দিনে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় এই কর্মসূচী ধাপে চলতে থাকবে।


No comments