Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ হলদিয়া বন্দরের ভেতর থেকে অন্য একটি সংস্থার পণ্য চুরি দায়ে ৭জনের সাত দিনের জেল হেফাজত

বন্দরে ৮ নম্বর বার্থ এলাকায় একটি প্লট থেকে লক্ষ টাকা স্টিম কোল চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করল হলদিয়া থানার পুলিশ ।বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বন্দরে রাখা একটি সংস্থার পণ্য…

 





বন্দরে ৮ নম্বর বার্থ এলাকায় একটি প্লট থেকে লক্ষ টাকা স্টিম কোল চুরির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করল হলদিয়া থানার পুলিশ ।বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বন্দরে রাখা একটি সংস্থার পণ্য অন্য একটি সংস্থা লোডিং করে চম্পট দেওয়ার আগেই সিকিউরিটি গার্ড ও সিআইএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। সিআইএসএফ এর পক্ষ থেকে হলদিয়া থানায় চুরির চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার সকালে ৭ জনকে গ্রেফতার করে। এদিন আদালতে তোলা হলে সাত দিনের জেল হেফাজত নির্দেশ দেন বিচারক। মাল সহ ট্রাক পেলোডার আটক করা হয়েছে ।বন্দর সূত্রে জানা গিয়েছে ,এলএকটু নামে বন্দরের নির্দিষ্ট প্লট থেকে একটি সংস্থা ট্রাকের লোডিং ওডার ছিল। ওই সংস্থার ট্রাক নির্দিষ্ট জায়গায় না  গিয়ে ৮ নম্বর বাথ প্লট থেকে অন্য  সংস্থার স্টিম কোল অর্থাৎ বিদ্যুৎকেন্দ্রের জন্য  ব্যবহৃত কয়লা বেআইনিভাবে ট্রাকের লোড করে নেয়। ঔ কয়লা আনুমানিক মূল্য কুড়ি লক্ষ টাকা। বন্দর কর্তৃপক্ষ এই ঘটনায় চুরি বলতে নারাজ।বন্দরের জেনারেল ম্যানেজার (ট্রাফিক) অভয় মহাপাত্র বলেন এই বিষয়টি সিআইএসএফ দেখছে। তবে ঘটনাটি চুরির বিষয় নয়। ভুল করে ঘটে গিয়েছে বলে সংস্থাটি স্বীকার করেছে। এজেন্সিগুলোর সূত্রে জানা গিয়েছে বন্দরের মধ্যে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে ।কিছুদিন আগে বন্দর এলাকা থেকে একইভাবে কয়েক লক্ষ টাকার ম্যাঙ্গানিজ আকরিক চুরি করে পালানোর সময় ট্রাকসহ পণ্য ধরা পড়েছিল। বন্দরের অন্যান্য ট্রেড ইউনিয়নগুলোর দাবি এর আগে নামই সংস্থা ম্যাঙ্গানিজ চুরি করতে গিয়ে ধরা পড়ে তাকে বন্দরের ব্ল্যাকলিস্টে নাম তুলে দেওয়া হয়। তাহলে কি এবারে এই সংস্থা চুরি সরাসরি ধরা পড়ল। এই সংস্থাটি টি কিউ ব্ল্যাকলিস্ট করা হোক।


No comments