Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ রামনগরে দিলীপ ঘোষের সভামঞ্চে ঐতিহাসিক যোগদান

পূর্ব মেদীনিপুরের রামনগরে বিজেপির কেন্দ্রের কৃষিবিলের সমর্থনে ও রাজ্যে কৃষক বঞ্চনার প্রতিবাদে ও কৃষিআইনের সমর্থনে কিষান সমাবেশ ও যোগদান কর্মসুচী হয় রামনগর স্পোর্টস অ্যাসোশিয়েশন ময়দানে। সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-স…

 





পূর্ব মেদীনিপুরের রামনগরে বিজেপির কেন্দ্রের কৃষিবিলের সমর্থনে ও রাজ্যে কৃষক বঞ্চনার প্রতিবাদে ও কৃষিআইনের সমর্থনে কিষান সমাবেশ ও যোগদান কর্মসুচী হয় রামনগর স্পোর্টস অ্যাসোশিয়েশন ময়দানে। সভামঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ সভানেত্রী মাফুজা খাতুন, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, রাজ্য কিষান মোর্চার সভাপতি অনাদি জানা, সহ একাধিক নেতৃত্বরা, 

রামনগরের সভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। রামনগরের সভামঞ্চ থেকে রামনগর বিধানসভার সতেরোটা অঞ্চলের প্রায় ৫ হাজার বিরোধী দলের নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তবে এতবড় যোগদান এরআগে কখনও হয়নি বলে মনে করছেন বিজেপি নেতৃত্বরা। এযেন ঐতিহাসিক যোগদান পর্ব। সভা শেষে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন এখানে স্থানীয় যাঁরা বালি ও কয়লা মাফিয়া যাঁরা তৃণমূলের ঝান্ডার তলায় দাঁড়িয়ে নানান অসামাজিক কাজ করছে, আজ বিজেপি শক্তিশালী হতেই সেই সমস্ত মাফিয়াদের আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। তাতে তৃণমূল ব্লক সভাপতি,, বিধায়ক, জেলা সভাপতি প্রত্যেকেই এর সাথে যুক্ত। এবং এমন নিন্দনীয় কাজ তাঁরা দীর্ঘদিন ধরে করে আসছে বলে অভিযোগ দিলীপ ঘোষের। পাশাপাশি বলেন এখন কয়লা পাচার বন্ধ হওয়ার ফলে তাঁরা বিজেপির ওপর আক্রমণ শানাচ্ছে , বার বার এমন ঘটনা যদি ঘটতে থাকে তবে মনে করব সরকার পশ্চিমবাংলায় বলে কিছু নেই ।মানুষ চাইছে ৩৫৬ ধারা জারি হোক, আমার মনে হয় পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।

No comments