হলদিয়া শিল্পাঞ্চল এক্সাইড কোম্পানির। পরিচালন কমিটি গঠনের জন্য দাবি তুলে বিক্ষোভ দেখান।প্রসঙ্গত, কয়েকদিন আগেই ।হলদিয়া শিল্পাঞ্চলের অন্যান্য শিল্প সংস্থার অন্যতম কোম্পানি এক্সাইড কোম্পানি। স্থায়ী শ্রমিক কর্মচারী বৃন্দের এক্সা…
হলদিয়া শিল্পাঞ্চল এক্সাইড কোম্পানির। পরিচালন কমিটি গঠনের জন্য দাবি তুলে বিক্ষোভ দেখান।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ।হলদিয়া শিল্পাঞ্চলের অন্যান্য শিল্প সংস্থার অন্যতম কোম্পানি এক্সাইড কোম্পানি। স্থায়ী শ্রমিক কর্মচারী বৃন্দের এক্সাইড গেটের সামনেই দাদা হঠাও এক্সাইডের শ্রমিকদের বাঁচাও এই স্লোগান নিয়ে ১২ দফা দাবি সম্বলিত একটি ফ্লেক্স এক্সাইড কোম্পানির গেটের সামনে দেখা যায়।
এক্সাইড শ্রমিকদের ১২ দফা দাবি সম্বলিত ফ্লেক্স দেখে শিল্প এলাকার মানুষের চাঞ্চল্য ।তাদের দাবি দাদার অনুগামী ১৯ জন কে আমরা মানছি না মানবো না। দাদার অনুগামী ১৯ জন ম্যানেজমেন্টের গোপন আঁতাতের বিরুদ্ধে সমস্ত শ্রমিক এক হও। কাটমানি খেয়ে যারা লোক ঢুকিয়েছে তাদের অবিলম্বে তাদের টাকা ফেরত করতে হবে ।স্থায়ী শ্রমিক কর্মচারী ভোটের মাধ্যমে ইউনিয়ন গঠন করতে হবে।
অবৈধ দাবি সনদ মানছি না মানবো না। দাদার অনুগামী ১৯ জনের বিরুদ্ধে সমস্ত শ্রমিক এক হও। সমকাজে সমবেতন এর জন্য আমরা লড়ছি লড়বো। শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে সর্বস্তরের শ্রমিক এক হও।কাটমানি খেয়ে শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে। অবিলম্বে ম্যানেজমেন্টকে ভোটের দিন ঘোষণা করতে হবে। অগণতান্ত্রিকভাবে যারা দাবি সনদ ফয়সালা করবে জেনে রেখো ধোলাই হবে পেটাই হবে। ম্যানেজমেন্টের দালাল ১৯ জনের বিরুদ্ধে সমস্ত শ্রমিক এক হও। পক্ষে স্থায়ী শ্রমিক কর্মচারী বৃন্দ এক্সাইড হলদিয়া।আজ সেই সকল দাবি-দাওয়া নিয়ে এক্সাইড কোম্পানি ম্যানেজমেন্ট এর অফিসের সামনে দীর্ঘ সময় তারা বিক্ষোভ দেখান ম্যানেজমেন্ট স্বাস্থ্য করলে বিক্ষোভ উঠে যায় বলে জানা যায়।
No comments