Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন মতের পরিবর্তন?? কি বললেন রামুদার (রামকৃষ্ণ দাস) বক্তব্য --

1, যে দল করি নিস্ঠার সহিত করি। 2,গত বিধানসভা নির্বাচনে সকলকে সাথে নিয়ে সারথির ভুমিকায় অবতীর্ণ হয়েছিলাম। 3,যারা নেত্রীর মনোনীত প্রার্থীকে হারাতে চেয়েছিল -তাদের দলে গুরুত্ব দেওয়া --অথচ যারা সবরকম সাহায্য করে লড়াই করে নেত্রীর মনোনীত…

 





1, যে দল করি নিস্ঠার সহিত করি। 

2,গত বিধানসভা নির্বাচনে সকলকে সাথে নিয়ে সারথির ভুমিকায় অবতীর্ণ হয়েছিলাম। 

3,যারা নেত্রীর মনোনীত প্রার্থীকে হারাতে চেয়েছিল -তাদের দলে গুরুত্ব দেওয়া --অথচ যারা সবরকম সাহায্য করে লড়াই করে নেত্রীর মনোনীত প্রার্থীকে জয়ী করেছিল -দলে তাদের হেয় করা- আমি মেনে নিতে পারিনি। 

4, আমার গ্রাম পঞ্চায়েতে, দুইবারের উপপ্রধান (সংখ্যালঘু) কে আমি প্রধান করতে চেয়েছিলাম। কিন্তু বিজেপির সমর্থন নিয়ে আমাকে পর্যুদুস্ত করার জন্য আমার মনোনীত প্রার্থীকে হারানো হয়েছিল। নেত্রীকে,রাজ্য যুব সভাপতি, জেলা সভাপতি কে জানিয়েছিলাম। সমস্ত পত্রিকা, সংবাদ মাধ্যমের শিরোনামে খবর ছিল। কিছুই হয়নি। 

5,রাস্ট্রপতি পুরস্কার পেয়েছি, স্বচ্ছতার সহিত থেকেছি -অথচ দলে গুরুত্ব পাইনি। 

6,দলের শ্রীবৃদ্ধিতে যাদের সম্মান দেওয়া উচিত -তাদেরকে বঞ্চিত করে বেশকিছু অযোগ্যদের দলে পদ দেওয়া। 

7,আমার সহকর্মীদের -যারা বিধানসভা নির্বাচনে নিজেদের জীবন বিপন্ন করে লড়াই করে দেখিয়েছিল -তাদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী না করে -যারা নেত্রীর প্রার্থীকে হারাতে সচেষ্ট হয়েছিল তাদেরকে প্রার্থী করা। 

8,চাষ করবো আমরা -ফসল তুলবে অন্যরা -এটা হতে পারে না। নির্বাচন এলে বৈতরণী পার -আর এটা হতে পারে না। 

9 বিধায়কের প্রতিনিধি হিসাবে কোনদিন স্বজন -পোষন করিনি।

10 , জেলার যুব সভাপতি যাকে করা হয়েছে -তার সামান্য বুথ সভাপতি হওয়ার যোগ্যতা নেই -আমার কাছে এসে আমার আশীর্বাদ চায় -রাজনৈতিক  সাহায্য চায়, দু-চারটি ফ্লেক্স লাগিয়ে নেতা হতে চায় -অথচ আমার যোগ্যতা থাকা সত্বেও আমি জেলার সহ-সভাপতি। বাঃবাঃ ---

পরিশেষে --আমার অনুগামীদের নিয়ে লড়াই -লড়াই করে দেখিয়ে দেব -লড়াইয়ের মাঠ ভরিয়ে দেব-লড়াই করে তাদের যোগ্য-জবাব দেব- সম্মান দেব-এ যুদ্ধ আমার শেষ যুদ্ধ, আমি হারতে শিখিনি, 

তাই --পথের পরিবর্তন -



No comments