Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ HREL গেট দখল করল হলদিয়া তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি দেবপ্রসাদ মন্ডল

হলদিয়া পৌর এলাকায় তৃণমূল কংগ্রেস করার অপরাধে যে সকল কর্মীদের অনুগামীরা কাজ বন্ধ করে দিয়েছিলেন ।সেই সকল কর্মীদেরকে পার্টির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছিলেন২৯ শে নভেম্বর সভা  থেকে। সেই অনুযায়ী আজ  এইচ আর ই এল সিকিউরিটি কা…

 





হলদিয়া পৌর এলাকায় তৃণমূল কংগ্রেস করার অপরাধে যে সকল কর্মীদের অনুগামীরা কাজ বন্ধ করে দিয়েছিলেন ।সেই সকল কর্মীদেরকে পার্টির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছিলেন২৯ শে নভেম্বর সভা  থেকে। সেই অনুযায়ী আজ  এইচ আর ই এল সিকিউরিটি কাজ বন্ধ করে দিয়েছিল বেশ কয়েক মাস আগেই। আজ হলদিয়া তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের নেতৃত্বে তাকে কাজে যুক্ত করা হয়। ডেপুটেশন দিয়ে দেব প্রসাদ মন্ডল বলেন হলদিয়া পৌরসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম বেরা। তৃনমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বলে পরিচিত ২৪২ নং বুথের সভাপতি। তিনি বলেন উত্তম হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা  দেবপ্রসাদ মন্ডলের ইউনিয়নের অনুগামী বলেই HREL ইউনিটে সিকিউরিটির কাজ থেকে বাদ দিলেন।শুভেন্দুর হাত ধরে বেড়ে ওঠা হলদিয়া পৌরসভার বর্তমান পৌরপিতা শ্যামল কুমার  আদক উনি আরও বলেন শ্যামল বাবু পেশীবলে বিনা নোটিশে উত্তম কে ১৪/০৭/২০২০ তারিখে কর্মচ্যুত করে ছিল। উত্তম RLC,DLC, সাংসদ ভবন,জেলার INTTUC এর কার্যকারী সভাপতি ,ওয়ার্ড কাউন্সিলর সবার কাছেই আবেদন জানিয়ে কোন কাজ হয়নি। আজ আমি হলদিয়া তৃণমূল কংগ্রেস সহ সভাপতি হিসেবে আমার নেতৃত্বে  HREL হাউসিং  ১নং ও ২নং গেটে  বিনা নোটিশে কাজ বন্ধ করার প্রতিবাদে  ডেপুটেশন দিলাম।ম্যানেজমেন্ট এবং কন্টাকটারের সাথে কথা বলা হয়েছে। আজকে তাকে কাজে যুক্ত করা হয়েছে। আগামীকাল থেকে সে কাজে যথারীতি যোগ দেবেন। 

No comments