ভারতী ঘোষ এর নেতৃত্বে বাইক মিছিল মাধাখালী যাওয়ার পথে জুখিয়া বাজারের পর বিজেপি কর্মীদের ওপর হামলার চেষ্টা। বিজেপির বাইক মিছিল লক্ষ করে ইট ছোড়ার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর এর চেষ্টা। এরপর ই উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি কর্মীদের …
ভারতী ঘোষ এর নেতৃত্বে বাইক মিছিল মাধাখালী যাওয়ার পথে জুখিয়া বাজারের পর বিজেপি কর্মীদের ওপর হামলার চেষ্টা। বিজেপির বাইক মিছিল লক্ষ করে ইট ছোড়ার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর এর চেষ্টা। এরপর ই উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের দফায় দফায় সঙ্ঘর্ষ লেগে যায়। ভারতী ঘোষ এর গাড়ির সামনেই।
কিছুটা দূরে এক্তারপুর বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল এর পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির কর্মীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
No comments