Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরী হওয়া জল্পনার অবসান ঘটতে চলেছে

এবার বোধহয় রাজ্যের পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরী হওয়া জল্পনার অবসান ঘটতে চলেছে!সম্প্রতি তাঁকে ঘিরে জল্পনার অন্ত নেই সারা রাজ্য জুড়ে।সরকারি অনুষ্ঠানে কিংবা দলীয় সভায় তাঁকে গত কয়েক মাসে সেই ভাবে দ…

 





এবার বোধহয় রাজ্যের পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরী হওয়া জল্পনার অবসান ঘটতে চলেছে!সম্প্রতি তাঁকে ঘিরে জল্পনার অন্ত নেই সারা রাজ্য জুড়ে।সরকারি অনুষ্ঠানে কিংবা দলীয় সভায় তাঁকে গত কয়েক মাসে সেই ভাবে দেখা পাওয়া যাচ্ছে না রাজ্জ্যের পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নিত্যদিন জল্পনা বেড়েই চলেছে।তিনি বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী কিনা সেই প্রশ্নও শুনতে হয়েছে দেশের সরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহকে! সেই দীর্ঘ জল্পনার বোধহয় অবসান ঘটতে চলছে।জল্পনার অবসান ঘটতে চলেছে মনে করা হচ্ছে কারন খোদ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এক সভা থেকে বলেছিলেন বাজারি মিডিয়া অনেক কথা বলে বেড়াচ্ছে।যতক্ষন তিনি কিছু না বলেন,দলীয় কর্মীরা,তাঁকে ভালোবাসার মানুষেরা যেন কোন কথা বিশ্বাস না করেন।তার পর সরকারী প্রোগ্রামে তাঁকে পাওয়া গেছে সুতাহাটায়। পরে পটাশপুরে সরকারি অনুষ্ঠানে এসে নেত্রীর কথা বলতে শোনা গেছে তাঁর মুখে।শুভেন্দু বাবুর বাবা তৃনমূলের বর্ষিয়ান নেতা কাঁথির সাংসদ শিশির অধিকারীও স্পষ্ট করে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর বিজেপি যোগের প্রচার ভুয়ো।সেই দাবি যে অনেকাংশে সত্য তাই বোধহয় প্রমান করলো নন্দীগ্রাম ! সম্প্রতি কাঁথি সহ রাজ্য  জুড়ে দল ও প্রতীকহীন শুভেন্দু অধিকারীর ব্যানারকে ঘিরে নানা জল্পনা তৈরী হয়েছিলো।এবার সেই ব্যানারই জল্পনা নিরসন করলো বলে মনে করছে রাজনৈতিক মহল।কারন নন্দীগ্রামে আগামী ১০ তারিখে শুভেন্দু অধিকারীর সভার সমর্থনে লাগানো ব্যানারে শুভেন্দুর সাথে আছে তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার ছবি।গত ৩১ অক্টোবর নন্দীগ্রামে অরাজনৈতিক বিজয়া সম্মেলনী থেকে আগামী ১০ নভেম্বর গোকুলনগর এ রক্তাক্ত সূর্যোদয় এর বর্ষপূর্তি উপলক্ষে মহাসমাবেশ এর ডাক দেন শুভেন্দু।আর সেই সমাবেশের ব্যানারেই মমতার ছবি! নন্দীগ্রাম এর রেয়াপাড়াতে শুভেন্দুর  সভার সমর্থনে লাগানো ব্যানারে তৃনমূলের নাম কিংবা প্রতীক না থাকলেও মমতা ব্যানার্জীর ছবি নতুন করে জল্পনা বাড়ালো


No comments