Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংশপ্তক হলদিয়ার উদ্যোগে'সৌমিত্র স্মরণে"

সৌমিত্র স্মরণে" এই শিরোনামের একটি অনুষ্ঠান ২২শে নভেম্বর হলদিয়া টাউনশীপের সমবায় ভবনে এক গভীর মনন ঋদ্ধ ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হল।আয়োজক সংস্থা সংশপ্তক হলদিয়ার পক্ষ থেকে সম্পাদক কুনাল নন্দ বলেন যে,সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন …


 




সৌমিত্র স্মরণে" এই শিরোনামের একটি অনুষ্ঠান ২২শে নভেম্বর হলদিয়া টাউনশীপের সমবায় ভবনে এক গভীর মনন ঋদ্ধ ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হল।আয়োজক সংস্থা সংশপ্তক হলদিয়ার পক্ষ থেকে সম্পাদক কুনাল নন্দ বলেন যে,সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন বাংলার শিল্প সংস্কৃতির স্বর্ণ যুগের শেষ নক্ষত্র যা ঝরে গেল,তাকে স্মরণের মধ্যে দিয়ে আমরা তাঁর তৈরি করা সুবিশাল কর্মযজ্ঞ থেকে নিজেরা


আলোকপ্রাপ্ত হওয়ার চেষ্টা করছি।অনুষ্ঠানে ছিলেন নাট্য ব্যক্তিত্ব দেবাশীষ চট্টোপাধ্যায় ,আবৃত্তিকার প্রফুল্ল বেরা,ইংরেজি ভাষা ও সাহিত্যের কৃতি শিক্ষক শ্রী মধুপ রায়,বাংলার শিক্ষিকা ও সৌমিত্র অনুরাগী সুজাতা বেরা।অনুষ্ঠানে র সাংগীতিক পরিবেশ গড়ে দেন শিল্পী জয়দীপ

চক্রবর্তী তাঁর গাওয়া গান "আমি চিনি গো চিনি তোমারে --" পরিবেশনের মাধ্যমে।চিত্রশিল্পী ও শিক্ষক শোভন দাস, সৌমিত্র চট্টোপাধ্যায় কে নিয়ে স্মৃতি চারন করেন।রবিবারের সন্ধ্যায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনেকেই উপস্থিত ছিলেন।সংশপ্তকের সুজিত দাস,বাপন দাস সহ অনেক সদস্যই সৌমিত্র চট্টোপাধ্যায় এর সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন যা খুবই ইনফরমেটিভ মনে হয়েছে।এই সংস্থার ছোটরা দেবনারায়ন, রাজনারায়ণ ,

অদ্রিজিৎ,অর্কজিৎ,অভ্রজিৎ, হীরক রাজার দেশে র থেকে ও সোনার কেল্লার অংশ বিশেষ নিয়ে তাদের ভালো লাগা জানায় সৌমিত্র কে নিয়ে।অনুষ্ঠানের মাঝে কৃষ্ণেন্দু মাইতি বলেন যে, সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেকে প্রকাশ করেছেন বিভিন্ন

আঙ্গিকে।অভিনয়ের বিভিন্ন মাপে গড়ে নিয়েছেন নিজেকে।এই বহুমুখী আলোই সৌমিত্র চট্টোপাধ্যায় এর অভিজ্ঞান।এই স্মরণ অনুষ্ঠান প্রকৃতপক্ষে হয়ে দাঁড়াল সৌমিত্র চট্টোপাধ্যায় নামক মহীরুহ কে ছোঁয়ার চেষ্টা,আর ছোঁয়ার  মধ্যে দিয়ে সেই স্পর্শ টুকু অন্তরে গ্রহণ ও ধারণ করা।কবি লেখক নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায় কে তুলে ধরেন সংস্থার আর এক শীর্ষস্থানীয় নাট্যব্যক্তিত্ব প্রণব দাস।অনুষ্ঠানে উপস্থিত

থেকেছেন এই এলাকার সংস্কৃতি প্রেমী বহু মানুষ।অনুষ্ঠানের শেষের মুহূর্তে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হল যখন সঙ্গীত শিল্পী সোমা পন্ডা নন্দ তার বিনম্র নিবেদনে শোনালেন 'আমার প্রাণের পরে চলে গেল কে'।কালের যাত্রায় হে বন্ধু বিদায়,এই বলেই শেষ হল সৌমিত্র স্মরণ অনুষ্ঠান ।


No comments