ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ZXvZ1VClzdEদিনেদুপুরে বাড়ির ভেতর থেকে উদ্ধার হল রাসমণি দে কাঞ্জিলাল(৬৮)নামের এক প্রাক্তন শিক্ষিকার গলাকাটা মৃতদেহ।খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করেছে।সোমবার …
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ZXvZ1VClzdE
দিনেদুপুরে বাড়ির ভেতর থেকে উদ্ধার হল রাসমণি দে কাঞ্জিলাল(৬৮)নামের এক প্রাক্তন শিক্ষিকার গলাকাটা মৃতদেহ।খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করেছে।
সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভূপতি নগরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা গত কয়েক বছর আগে তার চাকরি জীবন থেকে অবসর নিয়ে বাড়িতে থাকেন এবং তার দুজন ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন।আর সে কারনে ওই শিক্ষিকার বাড়িতে ৩ টি পরিবার ভাড়ায় থাকেন।প্রতিবেশীরা জানিয়েছেন, আজ দুপুর ২টো নাগাদ ওই শিক্ষিকাকে বাড়ির বাইরে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে দেখা গেছে।
তবে আজ দুপুরে ওই শিক্ষিকার বাড়ির কাজের কর্মী বাড়িতে এলে হঠাৎই দেখতে পান ওই শিক্ষাকার গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে।এরপর তিনি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার মানুষ ছুটে এসে ঘটনাটি দেখে সুতাহাটা থানায় খবর দেয়।এরপর সুতাহাটা পুলিশ ঘটনাস্থলে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।তবে কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments