পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পাঁশকুড়াতে রবিবার কেন্দ্র সরকারের সমস্ত নীতির বিরুদ্ধে অন্দোলনের নামার আগাম প্রস্তুতি হল।এইদিনের সভাতে উপস্থিত ছিলেল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর ও অনান্য জেলা,ব্লক নেতৃত…
পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পাঁশকুড়াতে রবিবার কেন্দ্র সরকারের সমস্ত নীতির বিরুদ্ধে অন্দোলনের নামার আগাম প্রস্তুতি হল।এইদিনের সভাতে উপস্থিত ছিলেল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর ও অনান্য জেলা,ব্লক নেতৃত্বরা।এই সভা থেকেই মানস কর বলেন-"কেন্দ্র সরকার বড়ো লোকদের জন্য কারন তাদের অমানবিক শাসনব্যবস্থা,রেল বেসরকারিকরন,গ্যাসের দাম বৃদ্ধি,অমানবিক কৃষি বিল এই প্রতিটিই মানুষের নিত্য প্রয়োজনিয় এই সমস্ত বিলের প্রভাবে সাধারণ মানুষ আত্মহত্যা করছেন।কেন্দ্র সরকার গলা টিপে হত্যা করছেন সাধারণ মানুষকে।তাই আমরা আজ এক হলাম।আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্ৰেস সমস্ত ব্লকের কর্মীদের নিয়ে রাজ্যে শাসকদল ও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গন আন্দোলন সংগঠিত করবো।বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক পদ্ধতিতে যে সব আইন লাঘু করা হয়েছে তার বিরুদ্ধে জোরদার আন্দোলন সংগঠিত করতে হবে।"
No comments