ডাক ঘরের গ্রাহক লাইনে দাড়িয়ে কিন্তু ডাক ঘরের কর্মিরা লুডু খেলতে ব্যস্ত এমন চিত্র উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটগড় উপ ডাকঘরে বসে ডিউটি চলা কালিন ডাকঘরের কর্মিরা প্রতিদিন লুডু খেলে কিন্তু গ্রাহক এলে লুডু খেলা ছেড়ে না উঠে গ্…
ডাক ঘরের গ্রাহক লাইনে দাড়িয়ে কিন্তু ডাক ঘরের কর্মিরা লুডু খেলতে ব্যস্ত এমন চিত্র উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটগড় উপ ডাকঘরে বসে ডিউটি চলা কালিন ডাকঘরের কর্মিরা প্রতিদিন লুডু খেলে কিন্তু গ্রাহক এলে লুডু খেলা ছেড়ে না উঠে গ্রাহক দের সঙ্গে দুর ব্যবহারের অভিযোগ এনে পোস্ট অফিসের কর্মিদের ভেতরে রেখে পোস্ট অফিসের বাইরে তাল ঝোলালো এলাকা বাশি। এলাকা বাসির অভিযোগ পোস্ট অফিসে প্রতিনিয়ত লুডু খেলা হয় গ্রাহক এলে তাদের সঙ্গে কখনো কখনো কথা বলতে চাননা ডাক ঘরের কর্মিরা কখনো আবার দূর ব্যবহার পেতে হয় গ্রাহক দের পরিসেবা না পেয়ে ফিরে যেতে হয় গ্রাহক দের। এই পোস্ট অফিসের একজন মহিলা গ্রাহক সম্পা দাস অভিযোগ করেন আজকে আমি মেয়ের আধার র্কাডের জন্য যাই কিন্তু গিয়ে দেখি পোস্ট অফিসের কর্মিরা লুডু খেলায় ব্যস্ত কিন্তু আমাদের সঙ্গে কথাই বলছেন না আমি কথা বলতে যেতে আমার সঙ্গে দূর ব্যবহার করে। দূর ব্যবহার ও পরিসেবা না পাওয়ার অভিযোগে ডাক ঘরের কর্মিদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেয় এলাকা বাশি। পোস্ট অফিসে তালা ঝুলিয়ে বিকেলে ৩ টা থেকে বিক্ষোভ দেখতে থাকে এলাকা বাসি অবশেষে পোস্ট অফিসের কর্মিরা ভুল চাইতে বিক্ষোভ তুলে নেন।
No comments