রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্পের অন্যতম প্রকল্প পথ শ্রী । সেই স্বপ্নের প্রকল্প কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় রাস্তার কাজের জন্য শিলান্যাস শুরু হয়েছিল ।বিভিন্…
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্পের অন্যতম প্রকল্প পথ শ্রী । সেই স্বপ্নের প্রকল্প কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় রাস্তার কাজের জন্য শিলান্যাস শুরু হয়েছিল ।বিভিন্ন জায়গায় জেলা শাসক গিয়েছিলেন। এই পথ শ্রীপ্রকল্পে ফলক উন্মোচনের জন্য হলদিয়া উন্নয়ন ব্লক চকদ্বীপা অঞ্চলে খিরিস তলার কাছেই কর্মতীর্থ প্রকল্প যেখানে শুরু হয়েছিল। সেখান থেকেই একটি আনুষ্ঠানিকভাবে সভার মধ্য দিয়ে ফলক উন্মোচন হয়েছিল। সেই সভায় হলদিয়া উন্নয়ন ব্লকের সমষ্টি আধিকারিক তুলিকা দত্ত ব্যানার্জি, হলদিয়া উন্নয়ন ব্লকের সভাপতি সুব্রত হাজরা সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম জেলা পরিষদের সদস্য সোমনাথ ভূঁইয়া উন্নয়ন ব্লকের শিক্ষা কর্মদক্ষ আলক দাস পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান মানস দাস প্রমূখ।সেই প্রকল্পের ফলক রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দিয়েছে। এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে যদিও ওই রাস্তার কাজ শুরু হবে বলেই ইতিমধ্যে বালিশ চিপস,ইত্যাদি পড়েছে কিন্তু প্রকল্পের ফলক ভাঙচুর ! এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেতৃত্বরা বলেন কে বা কারা ভেঙেছে আমরা তদন্ত করে দেখেছি। তবে এইসব কাজ বিরোধীদলের ছাড়া আর কারো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সারা রাজ্য জুড়ে যখন উন্নয়নের জোয়ার চলছে। আর সেই উন্নয়নের জোয়ারে স্তব্ধ করার জন্য এই ধরনের প্রকল্পের ফলক ভেঙে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
No comments