আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারা হলদিয়া জুড়ে চলছে যুবনেতা অর্নব দেবনাথের নেতৃত্বে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জী ও বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জীর ছবি দিয়ে সাথে দলের ঝান্ডা দিয়ে লাগানো হচ্ছে ব্যানার।যুবনেতা অর্নব দেবন…
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারা হলদিয়া জুড়ে চলছে যুবনেতা অর্নব দেবনাথের নেতৃত্বে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জী ও বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জীর ছবি দিয়ে সাথে দলের ঝান্ডা দিয়ে লাগানো হচ্ছে ব্যানার।যুবনেতা অর্নব দেবনাথ বলেন আমাদের দলের একটাই নেত্রী তিনি হলেন বাংলার আপামর জনগণের নেত্রী মমতা ব্যানার্জী।বাংলার জনগণ আজ ও তার প্রতি আস্থাশীল।তার নীতি,আদর্শ কে সামনে রেখে আমরা দলটা করি।আমরা দলের প্রতীক ও দিদিকে দেখে রাজনীতিটা করি।দলের প্রতীক যেখানে আমরা সেখানে। দিদি সর্বভারতীয় তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি করেছেন অভিষেক ব্যানার্জীকে যেহেতু দলের যুব সংগঠনের সাথে আমার যুক্ত তাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জী তাই আমরা তার দেখানো পথে হাঁটছি তার নির্দেশ মেনে।কে দলে থাকলো আর না থাকলো আমাদের দেখার দরকার নাই আমরা দলটা করি তাই আমরা দলের হয়ে কাজ করে যাচ্ছি।বাংলার যুবরাজ অভিষেক দা যে ভাবে দিদির নির্দেশে বাংলার মানুষের হয়ে কাজ করে যাচ্ছেন। আমি মনে করি আমাদের দলের আগামী প্রজন্মের যদি কেউ মুখ হয়ে থাকেন সেটা আমার নেতা অভিষেক ব্যানার্জী ছাড়া অন্য কেউ নন।তাই আমি কবিতার ভাষায় বলি আমরা চলি সম্মুখ প্রাণে, কে আমাদের রুখবে,রইলো যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে।
No comments