Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৩ তম তিরোভাব তিথি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এ জীবন বহিতো কিসে?নিতাই গৌরের অপার করুণা কে দিত সকল দেশে।।পাশ্চাত্যের যত পাপী দুরাচারী, শূন্যবাদী মায়াবাদী।তাদের উদ্ধার করিবারে মন, হেন কোন দয়ানিধি।।তা…

 




অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 

যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, 

এ জীবন বহিতো কিসে?

নিতাই গৌরের অপার করুণা 

কে দিত সকল দেশে।।

পাশ্চাত্যের যত পাপী দুরাচারী, 

শূন্যবাদী মায়াবাদী।

তাদের উদ্ধার করিবারে মন, 

হেন কোন দয়ানিধি।।

তাদের নিকট কোন জনা আসি 

বিলাইতো হরিনাম।

সভ্য জীব রূপে গড়িতে তাদের, 

কে হইত আগুয়ান।। 

দেশে দেশে হরি বিগ্রহ সেবা,

 আরতি রাত্রি-দিনে।

রথ যাত্রাদি মহোৎসব সব,

শিখাইতো কোন জনে।।

গীতা-ভাগবত চৈতন্য চরিত,

প্রেমামৃত রসসার।

কত না সুন্দর সরল করিয়া, 

কে বুঝাইতো আর।।

কত কষ্ট সহি প্রীত মনে রহি,

কে বা দিত হরিনাম।

কে বা দিতো মোদের পুরী-বৃন্দাবন,

মায়াপুর মতো ধাম।।

পরম মঙ্গল শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা ধন।

আচারে প্রচারে সদা আমাদেরে,

কে করিতো নিয়োজন।।

প্রেমকল্পতরু নিতাই গৌরের,

কৃপা কণা লভিবারে।

নিরবধি জয়পতাকা হৃদয়,

 তোমারে স্মরণ করে।। 

প্রভুপাদ সম্পর্কে এই হৃদয়স্পর্শী ভজনটি তৈরী করেছেন ইসকন এর অন্যতম আচার্য্য ও গুরু শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। 

জয় শ্রীল প্রভুপাদ

জয়  গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ


No comments