Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি-৩ ব্লকের বেলবনী- উত্তর কানাইদীঘি কাঠের সেতু জরাজীর্ণ ও চলাচলের অনুপযুক্ত সংস্কারের দাবি

কাঁথি-৩ ব্লকের কানাইদীঘি অঞ্চলে খালের উপর বেলবনী- উত্তর কানাইদীঘি কাঠের সেতু জরাজীর্ণ ও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। দেশপ্রাণ ব্লকের সুনিয়া থেকে উমাপতিবাড়- কানাইদীঘি হয়ে কালীনগর বাজারে অাসার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ হল এই কা…

 






কাঁথি-৩ ব্লকের কানাইদীঘি অঞ্চলে খালের উপর বেলবনী- উত্তর কানাইদীঘি কাঠের সেতু জরাজীর্ণ ও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। দেশপ্রাণ ব্লকের সুনিয়া থেকে উমাপতিবাড়- কানাইদীঘি হয়ে কালীনগর বাজারে অাসার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ হল এই কাঠের সেতু। ছোট ছোট ছেলেমেয়েরা সেতু পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে হামেশাই পড়ছে। রোগী ও মহিলাদের জীবন হাতে নিয়ে সেতু পারাপার করতে হয়।বেলবনী গ্রামের ভিতর দিয়ে মাটির রাস্তা এখনও মোরাম বা ঢালাই র মুখ দেখে নি।অল্প বৃষ্টি হলেই কর্দমাক্ত মেঠোপথ দিয়ে পারাপার করতে প্রানান্ত অবস্থা হয়।প্রশাসন, পঞ্চায়েত বা সেচ দপ্তরের কোন হেলদোল নেই। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা নির্বিকার। কাঁথি-৩ ব্লকের বেলবনী মৌজার অাশু সেতু মেরামতী সহ কংক্রিট করণ ও মাটির রাস্তা কে ঢালাই করার দাবী জানিয়ে জেলাশাসককে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন রাজ্য সরকার ও শাসকদল ক্ষমতার লড়াই তে গোষ্ঠী দ্বন্দ্বে মত্ত।এলাকার উন্নয়ন নিয়ে কোন মাথাব্যথাই নেই। সাধারণ মানুষের কষ্টের সীমাপরিসীমা নেই। মেরুকরণের রাজনীতিকে হাওয়া দিয়েই চলছে কেন্দ্র ও রাজ্য সরকার। বেলবনী ও কানাইদীঘি সেতু ও রাস্তা মেরামতী ও ঢালাই করনের দাবীতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে ব্রতী হওয়ার অাহ্বান জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

No comments