ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/8SSIa-qlm6Aঢাকে কাঠি পড়েছে,শুরু হয়েছে দিনগোনা।কিন্তু করোনা আবহে কালীপুজো হবে কি না সে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন পুজো উদ্যোক্তারা।তবে সব বাধা কাটিয়ে উঠে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটা…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/8SSIa-qlm6A
ঢাকে কাঠি পড়েছে,শুরু হয়েছে দিনগোনা।কিন্তু করোনা আবহে কালীপুজো হবে কি না সে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন পুজো উদ্যোক্তারা।তবে সব বাধা কাটিয়ে উঠে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকের আমলাট অভিযান ক্লাব সেরে ফেলল ২৪ তম বর্ষে কালীপুজোর খুঁটি পুজো।এদিন একবারে ঘরোয়া পরিবেশে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এই খুঁটি পুজোর আয়োজন হয়।এদিন খুঁটি পুজোয় ছিলেন ক্লাবের সভাপতি প্রদীপ চক্রবর্তী,সম্পাদক সোভন জানা সহ অন্যান্য ক্লাবের সদস্যরা।
No comments