হলদিয়ার শিল্পশহরের পাশে সুতাহাটা ব্লকের খড়িবেড়িয়া গ্রামে সদ্য বসানো টিউবঅয়েলের পাইপ থেকে দাহ্য গ্যাস বেরনোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়েকদিন আগেই এঘটনা লক্ষ্য করা গিয়েছিল। শুক্রবার সকালে বেশি গ্যাস বেরনোয় স্…
হলদিয়ার শিল্পশহরের পাশে সুতাহাটা ব্লকের খড়িবেড়িয়া গ্রামে সদ্য বসানো টিউবঅয়েলের পাইপ থেকে দাহ্য গ্যাস বেরনোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়েকদিন আগেই এঘটনা লক্ষ্য করা গিয়েছিল। শুক্রবার সকালে বেশি গ্যাস বেরনোয় স্থানীয়রা তা পরীক্ষা করে দেখেন। এক উৎসাহী যুবক রান্নার ওভেন এনে মাছ রান্না করে সবাইকে পরীক্ষাও করে দেখান। এঘটনার জেরে লোকজন ভিড় করতে শুরু করেছে বলে জানান প্রাক্তন পঞ্চায়েত প্রধান শেখ শাহনওয়াজ। তিনি জানান, প্রায় মাসখানেক আগে এইচডিএ থেকে ওই এলাকায় টিউবঅয়েলটি বসানো হয়। তাঁরা এইচডিএ ও বিজ্ঞান মঞ্চকে খবর দিয়েছেন।
No comments