সপ্তাহখানেক ধরে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী পুয়্যাদা গ্রামের বাসিন্দারা, একটানা সাতদিন অন্ধকারেই তাঁদের কাটাতে হয়েছে। যাঁর ফলে তিক্তবিরক্ত হয়ে ক্ষোভে ফেটে পড়ল
এলাকার বাসিন্দারা। বিক্ষোভ দেখিয়ে তমলুক মেচেদা রাজ্য সড়ক অবরোধ ক…
সপ্তাহখানেক ধরে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী পুয়্যাদা গ্রামের বাসিন্দারা, একটানা সাতদিন অন্ধকারেই তাঁদের কাটাতে হয়েছে। যাঁর ফলে তিক্তবিরক্ত হয়ে ক্ষোভে ফেটে পড়ল
এলাকার বাসিন্দারা। বিক্ষোভ দেখিয়ে তমলুক মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে, গাছের গুঁড়ি ফেলে। এমনকি বাড়ির মহিলারাও বেরিয়ে পড়েন প্রতিবাদে,তাঁরা রাস্তার ওপর বসে পড়ে রাস্তা অবরোধ করে। তাঁদের অভিযোগ তাঁরা দীর্ঘ একটানা সাতদিন বিদ্যুৎহীন হয়ে রয়েছে। যদিও বিদ্যুৎ থাকে তো লো-ভোল্টেজ, বার বার বিদ্যুৎ সমস্যায় পড়ে বৃহস্পতিবার তাঁরা বাধ্য হয়ে পথ অবরোধ করে। এই ঘটনার খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ এলেও অবরোধকারীরা তাঁদের বিক্ষোভ বন্ধ না করে, স্লোগান দিতে থাকে,তাঁদের যেন বিদ্যুৎ পরিষেবা দ্রুত দেওয়া হয়। তবে পুলিশের আশ্বাস পেয়ে তবেই অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
No comments