ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/7QxYimCUlFoএবার করণায় আক্রান্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লক এর ভূমি দপ্তরের এক কর্মচারীর মৃত্যু। বিল্ব পদ নাথ বয়স ৫১. গত কয়েকদিন আগেই শ্বাসকষ্ট ও জ্বর হয়ে দুর্গাচক হা…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/7QxYimCUlFo
এবার করণায় আক্রান্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন ব্লক এর ভূমি দপ্তরের এক কর্মচারীর মৃত্যু। বিল্ব পদ নাথ বয়স ৫১. গত কয়েকদিন আগেই শ্বাসকষ্ট ও জ্বর হয়ে দুর্গাচক হাসপাতালে ভর্তি হয়। পরে
কোভিড এ অসুস্থ হয়ে কলকাতা তে CNCI তে ভর্তি হয়। গত শুক্রবার সন্ধ্যায় ৭টায় পরলোকগমন করেছেন। উনার আত্মার চির শান্তি কামনা করেন হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার শেখ মজাফফর। ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তার এই মৃত্যুর খবর শুনে ভবানীপুর গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুতাহাটা স্টেট গভমেন্ট এমপ্লয়ী ইউনিয়নের সম্পাদক শ্যামল পট্টনায়েক বললেন আমাদের সমিতির একজন দক্ষ সভ্য কে হারালাম তার আত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। দুঃখ প্রকাশ করেন বিশিষ্ট সমাজসেবী নূর হোসেন শেখ বাবু। তারি মৃত্যু সংবাদ শুনে দুঃখ প্রকাশ করেন এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান যুবসমাজের আইকন হলদিয়া পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল আজগর আলী (পল্টু)
No comments