Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ লক্ষ টাকা আত্মসাত, প্রতারিত মহিলাদের মারধর ও শ্লীলতাহানি ঘটনার গ্রেফতার হল দুই মহিলা সহ তিনজন। ঘটনাটি ঘটছে কাঁথি থানার কুমারপুর এলাকায়। প্রতারিত মহিলার অভিযোগে ভিওিতে তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা হল দিব্যেন্দু চ্যাটার্জী, তার স্ত্রী শিলা চ্যাটার্জী ও সুস্মিতা চ্যাটার্জি। সোমবার অভিযুক্তকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানাগেছে, দিব্যেন্দু তার স্ত্রী ও বৌমা মিলে মহিলা গুপে কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত চাইতে গেলে ওই মহিলা গুপের সদস্যদের একাধিকবার ফেরত পাঠানো হয় বলে অভিযোগ। সেই ফেরত চাইতে গেলে টাকা মহিলাদের মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপরে সোমবার সকালে এই ঘটনার কাঁথি থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে রাজ্যের প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে পথশ্রী অভিযান, এই ধারা অব্যাহত রেখে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পথশ্রী প্রকল্পের…

 






মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে রাজ্যের প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে পথশ্রী অভিযান, এই ধারা অব্যাহত রেখে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পথশ্রী প্রকল্পের বাংলা মোড় থেকে নতুন কলোনী পর্যন্ত ঢালাই রাস্তা তৈরির শুভ সূচনা হলো। উদ্বোধন করলেন জনসাস্থ্য কারিগরি ও পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্র।উপস্থিত ছিলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক  ফিরোজা বিবি, পাঁশকুড়া পৌরসভার পুরপ্রশাশক নন্দকুমার মিশ্র, ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান, নির্বাহি আধিকারিক মনোজ কুমার দাস সহ বিশিষ্টবর্গরা।এইদিন মঞ্চ থেকে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন -"মুখ‍্যমন্ত্রী মমতা বন্ধ‍্যোপাধ‍্যায়ের একাধিক কর্মসূচির বিষয়ে।তিনি আরো বলেন এমন কোনো পরিবার নেই যারা মমতা বন্ধ‍্যোপাধ‍্যায়ের প্রকল্পের আওতায় আসেননি।আমাদের জননেত্রী থাকলে এমন আরো প্রকল্প দেখতে পাবো"।পুরপ্রশাশক নন্দ মিশ্র বলেন-"পশ্চিমবঙ্গের রূপকার মমতা বন্ধোপাধ‍্যায়ের উন্নয়ন মূলক কাজের মধ‍্যে আরো একটি উন্নয়ন মূলক কাজ পথশ্রী প্রকল্প।পাঁশকুড়া পৌরসভা এলাকায়  ২০০ টি নতুন পথশ্রী প্রকল্পের কাজ আমরা পেয়েছি।এমনকি মূখ্যমন্ত্রী থাকলে আমরা এই রকম আরো নতুন প্রকল্প দেখতে পাবো ও সাধারণ মানুষ তার সুবিধা পাবেন।


No comments