Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এপিজে আবদুল কালামের জন্ম দিবস উদযাপন করেন! অভিভাবক অভিভাবিকা ছাএ ছাত্রী দের নিয়ে শিক্ষিকা দুর্গারানী দে

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, ভারত সরকারের সম্মাননাপ্রাপ্ত, পাঁশকুড়া এক নম্বর চক্র, পূর্ব মেদিনীপুরের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি দুর্গারানী দে বিশ্ব ছাত্র দিবসে শিক্ষা ও স্…

 





পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, ভারত সরকারের সম্মাননাপ্রাপ্ত, পাঁশকুড়া এক নম্বর চক্র, পূর্ব মেদিনীপুরের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি দুর্গারানী দে বিশ্ব ছাত্র দিবসে শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতার জন্য  নিজ বিদ্যালয় এবং অভিভাবকদের পছন্দের নিকটতম পরিবেশ  পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাই স্কুল হোস্টেল মাঠে অভিভাবক অভিভাবিকা দের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বৃদ্ধি মান্যতা দিয়ে  পাঁচটি ধাপে অভিভাবক অভিভাবিকা দের নিয়ে ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের মিসাইল ম্যান এপিজে আবদুল কালামের জন্ম দিবস উদযাপন করেন। এই উপলক্ষে তিনি বর্তমান সময়ে গৃহ পরিবেশে ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং লেখাপড়ার জন্য অভিভাবকদের সঠিক নির্দেশনা দান করেন। এই উপলক্ষে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন।কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি 2020র প্রাথমিক শিক্ষায় লক্ষ্যমাত্রা এবং মহাত্মা গান্ধীর শিক্ষার মাধ্যমে শিক্ষার নীতি সম্পর্কে অবহিত করেন। বর্তমান সময়ে অনলাইনে শিক্ষা এবং বাড়ি গিয়ে কিছু যোগাযোগ বাদ দিয়ে অভিভাবকরা যাতে সন্তান-সন্ততিদের উপর সঠিক লক্ষ্য সে উপযুক্ত ভূমিকা পালন করতে পারেন , সেজন্য শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা দের নিয়মিত নির্দেশনা দেন। আজকের দিনে শিক্ষিকা অভিভাবকদের মধ্যে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ভারতরত্ন এপিজে আবদুল কালামের প্রতিকৃতি প্রদান করেন। সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য এই প্রকল্পে শিক্ষিকা অভিভাবকদের নির্দেশনা দানের দিনগুলিতে তাদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা দৃঢ় 

 করার জন্য নিয়মিত অভিভাবকদের মধ্যে সাবান প্রদান করার কর্মসূচি লইয়াছেন। স

তাঁর স্কুলের অভিভাবকগণ সকলেই নিম্ন দারিদ্রসীমা এবং দারিদ্র্য সীমার নিচে বাস করেন। বিশ্ব ছাত্র দিবস অভিভাবক অভিভাবিকা দের সঙ্গে ছাড়াও লাইনে ছাত্র ছাত্রীদের সঙ্গে পালন করেন। অভিভাবক অভিভাবিকাগন ধাপে ধাপে বিদ্যালয় প্রাঙ্গণে দূরত্ব বিধি রক্ষা করে সমবেত হন। শিক্ষিকা মোট পাঁচটি ধাপে উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের  ছাত্রদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা দান করেন। আসন্ন শারদ উৎসব উপলক্ষে শিক্ষিকা সর্বধর্ম সমন্বয় উপলব্ধিকে নিবিড়  করার জন্য শারদ উৎসব এবং অন্যান্য উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন। বর্তমান পরিস্থিতিতে এই বছরের আসন্ন দুর্গাপূজায় প্রতিমা দর্শনের উদ্দেশ্যে যাওয়ার জন্য সামাজিক দূরত্ব রক্ষা  এবং মাস্ক ব্যবহার সম্পর্কে সতর্ক করেন। এবং প্রতিমা দর্শন এর বিষয়ে করণা সংক্রমণ জনিত হাত হতে রক্ষা পাওয়ার জন্য উপযুক্ত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন জানান, রাতে এই উৎসব উপলক্ষে কেউনা সংক্রমিত হয়ে পড়েন। উল্লেখ্য, শিক্ষিকার এলাকা দারিদ্র্যসীমার নিচে বাস করলেও উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলে সকলেই স্বাস্থ্যসম্মতভাবে আছেন। আজকের সচেতনতা কর্মসূচি কে অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

No comments