হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হলেন জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক নাবিক। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। বন্দর সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবিকের নাম সান উ। ম…
হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হলেন জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক নাবিক। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। বন্দর সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবিকের নাম সান উ। মায়ানমারের ওই নাবিকের বয়স ৩৪বছর। বন্দরের ৯নম্বর বার্থে ওই জাহাজে আয়রণ ওর অর্থাৎ লৌহ আকরিক বোঝাই করা হচ্ছিল। রাতে পণ্য বোঝাইয়ের পর জাহাজের অফিসার ডক ছাড়ার আগে একটি বিশেষ ধরনের সিঁড়িতে চেপে নাব্যতা সার্ভে করতে নেমেছিলেন। সেই সময় কোনওভাবে পা ফসকে তিনি পড়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। রাতেই ঘটনাস্থলে ছুটে যান বন্দরেরর আধিকারিকরা। তড়িঘড়ি করে নামানো হয় ডুবুরি। সকাল পর্যন্ত ওই নাবিকের খোঁজ মেলেনি। এখনো তল্লাশি চলছে।
No comments