হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নে'র (CITU) থেকে অ্যাডমিনিস্ট্রেশন গেটের সামনে অসাংবিধানিক পদ্ধতিতে চাঁদার টাকা কাটা, PLI, PIS (বোনাস) না দেওয়া, প্রোমোশন অর্ডার না দেওয়া ইত্যাদির বিরুদ্ধে কিছু নির্দিষ্ট…
হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নে'র (CITU) থেকে অ্যাডমিনিস্ট্রেশন গেটের সামনে অসাংবিধানিক পদ্ধতিতে চাঁদার টাকা কাটা, PLI, PIS (বোনাস) না দেওয়া, প্রোমোশন অর্ডার না দেওয়া ইত্যাদির বিরুদ্ধে কিছু নির্দিষ্ট দাবীতে ঘোষিত ডেমন্সট্রেশন কর্মসূচি । নেতৃত্ব গন বলেন
আমাদের শ্রমিকস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপুর্ণ আন্দোলন ও তাতে ব্যপক জনসমাগম দেখে ফ্যাসিস্ট ভাবধারায় বিশ্বাসী ম্যানেজমেন্ট ভয় পায় ও CISF কে দিয়ে বলপ্রয়োগ করে আমাদের পতাকা ছিঁড়ে দেয়।
প্রদর্শনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু আমাদের কমরেডরা বুক দিয়ে এক একটি পতাকা আগলে রাখেন ও ডেমন্সট্রেট করতে থাকেন, চলে শ্রমিকস্বার্থে স্লোগান, বক্তব্য রাখেন এমপ্লয়িজ এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড দিব্যেন্দু দাস।
No comments