পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দুর্গাপূজা মন্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। মহা চতুর্থী পুণ্য লগ্নে রীতিনীতি মেনে মহিষাদল, চৈতন্যপুর ,দুর্গাচক বারোয়ারি থিমের পুজো উদ্বোধন করেন দূর থেকে নমস…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দুর্গাপূজা মন্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। মহা চতুর্থী পুণ্য লগ্নে রীতিনীতি মেনে মহিষাদল, চৈতন্যপুর ,দুর্গাচক বারোয়ারি থিমের পুজো উদ্বোধন করেন দূর থেকে নমস্কার জানিয়ে। গত কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার আটটি দূর্গা মন্ডপ এর উদ্বোধন করেন নবান্ন সভা ঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হয়। নো এন্ট্রি পুজো মণ্ডপে আজ মহা চতুর্থী শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন পূজা মন্ডপ উদ্বোধন হয় আদালত নিষেধাজ্ঞা নেই সামাজিক দূরত্ব বজায় রেখে মণ্ডপে প্রতিমা থাকবে ঠিকই কোন দর্শক থাকবে না। সামাজিকতা বজায় রেখে প্রত্যেকটি পূজো মন্ডপে মন্ত্রী শুভেচ্ছা জানালেন বাহির থেকেই সকলকে নমস্কার জানালেন। সঙ্গে ছিলেন হলদিয়া এসডিপিও তন্ময় মুখার্জি , স্থানীয় জনপ্রতিনিধি।
প্রত্যেকটি পুজোমণ্ডপে মন্ত্রী দূর থেকে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে সকলকে শুভেচ্ছা জানালেন। প্রত্যেকটি পুজোমণ্ডপে করোনাভাইরাস সচেতন আমি নেই প্রত্যেকটি পুজো মণ্ডপের সামনে মাক্স এবং স্যানিটাইজার ব্যবস্থা রেখেছেন প্রত্যেকটি পুজো মণ্ডপের সদস্যগণ।
No comments