Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতবর্ষ পূর্তি ভারতের কমিউনিস্ট পার্টির

শতবর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশ ও রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রক্তপতাকা উত্তোলন, শহীদ স্মরণ ও কমিউনিস্ট অান্দোলনের তাৎপর্য, প্রাসঙ্গিকতা ও বাস্তব প্রয়োজনীয়তা নিয়ে অালোচনা সভা প্রভৃতি কর্মসূচী রূপায়িত হয়। দেশপ্রাণ এরিয়া…

 





শতবর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশ ও রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রক্তপতাকা উত্তোলন, শহীদ স্মরণ ও কমিউনিস্ট অান্দোলনের তাৎপর্য, প্রাসঙ্গিকতা ও বাস্তব প্রয়োজনীয়তা নিয়ে অালোচনা সভা প্রভৃতি কর্মসূচী রূপায়িত হয়। দেশপ্রাণ এরিয়া কমিটির কমিটির উদ্যোগে ফুলেশ্বর দুরমুঠ, চালতি,বামুনিয়া, দারিয়াপুর, অামতলিয়া সহ বিভিন্ন এলাকায় কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন, এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, অাশীষ গিরি,সেক নুরুল অালি,  মানিক গারু, তরুণ মাইতি, চন্দন দাস, অাশীষ পাল প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি এরিয়া কমিটির উদ্যোগে রূপায়িত কর্মসূচি তে নেতৃত্ব দেন কাঁথি এরিয়া কমিটি র সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, সলিল বরণ মান্না, প্রনব করন, হিমাদ্রি মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। মারিশদা এরিয়া কমিটির কর্মসূচি তে নেতৃত্ব দেন মারিশদা এরিয়া কমিটি র সম্পাদক কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, স্বপন খাঁড়া, প্রতাপ দাস, ঝাড়েশ্বর বেরা, খাজা অাবুল অালি, রাজনারায়ণ দাস, অশোক পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। এগরা,বালিঘাই, রামনগর, বালিসাই,পটাশপুর, অমর্ষী,


ভগবানপুর,বাজকুল,মুগবেড়িয়া, হেঁড়িয়া, কুঞ্জপুর,তমলুক, পাশকুঁড়া,হলদিয়া,নন্দীগ্রাম প্রভৃতি জায়গায় যথাযোগ্য মর্যাদায় ভারতের কমিউনিস্ট পার্টি র শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী রূপায়িত হয়।বিভিন্ন কর্মসূচী তে উপস্থিত ছিলেন সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য নেতা হিমাংশু দাস, নির্মল জানা,  অাশীষ প্রামাণিক, সুব্রত পণ্ডা, ভরত মাইতি, সত্য রঞ্জন দাস, পরিতোষ পট্টনায়ক, বিধায়ক ইব্রাহিম অালি প্রমুখ নেতৃবৃন্দ। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন দেশ অার রাজ্যের গভীর অর্থনৈতিক সঙ্কট, রুটি-রুজির সংকোচন, মেরুকরণের রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা মূলক রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের পথ হচ্ছে বাম,গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোটকে শক্তিশালী করা।সিপিঅাইএম সহ বামপন্থী দের দেশ ও জাতির গভীর সঙ্কটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অাহ্বান জানান সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। রাজ্য নেতা হিমাংশু দাস বলেন মানুষের স্বার্থে লাগাতার অান্দোলন চালিয়ে যেতে হবে।


No comments