হলদিয়া হাজরামোড় মৈত্রীভূমির উদ্যোগে ৫১ তম বর্ষের শারদোৎসব উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ছুটির দিন রবিবারে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করে।সংস্থার পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার ব…
হলদিয়া হাজরামোড় মৈত্রীভূমির উদ্যোগে ৫১ তম বর্ষের শারদোৎসব উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ছুটির দিন রবিবারে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করে।সংস্থার পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ দেওয়া হয়।উপস্থিত ছিলেন মৈত্রীভূমির সম্পাদক আশিষ কুমার হাজরা,সভাপতি ভৃগুরাম মন্ডল,জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী প্রমুখ।উদ্যোক্তারা বলেন প্রত্যেক বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি।এবছর করোনা মহামারির কথা মাথায় রেখে সমস্তরকম স্বাস্থ্য বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এবং হলদিয়া মহকুমা হাসপাতালে এই রক্ত সরবরাহ করা হবে।
No comments