Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে মুখে মাক্স পরে সিঁদুর খেলায় মেতে উঠলো ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সদস্যারা

করণা আবহে দুর্গাপুজো সর্তকতা অবলম্বন কাটলো ।বিজয়া দশমী ও সর্তকতা অবলম্বন করেই সিঁদুর খেলায় মেতে উঠলো তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাব। মহামারীর কারণে এ বছরের দূর্গা পূজা ও সিঁদুর খেলায় মুখে মাক্স পড়ে খেলেন গৃহবধূরা। প্রত্যেকের ম…

 

করণা আবহে দুর্গাপুজো সর্তকতা অবলম্বন কাটলো ।বিজয়া দশমী ও সর্তকতা অবলম্বন করেই সিঁদুর খেলায় মেতে উঠলো তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাব। মহামারীর কারণে এ বছরের দূর্গা পূজা ও সিঁদুর খেলায় মুখে মাক্স পড়ে খেলেন গৃহবধূরা। প্রত্যেকের মুখে একটা কথাই আবার এসো মা বছর ঘুরে। ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন।মায়ের আরতির পরেই বিসর্জন দেওয়া হয়। তারপরে কলা বৌ এবং ঘটকে নিচে নামিয়ে গৃহবধূরা বরণ করেন। তারপরই চলে সিঁদুরখেলা। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেয়। প্রত্যেকে মুখে মাক্স পরে সিঁদুর খেলায় মেতে ওঠে। করোনার ভাইরাসের ভয় থাকলেও বছরে একবার সিঁদুর খেলায় মেতে উঠবে এটাই তো স্বাভাবিক।তাই ভয় কে উপেক্ষা করেই সিঁদুর খেলায় মেতে উঠলো তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সদস্যারা। তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবের এক সদস্য বলেন-"করণা মহামারীর কথা মাথায় রেখে আমরা এবছর মুখে মাক্স পড়ে সিঁদুর খেলায় মেতে উঠেছি। ভয় থাকলেও নিজেদের আবেগটাকে আর মানাতে পারলাম না তাই নিজেরাই সিদ্ধান্ত নিয়ে মুখে মাক্স পড়ে সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে বিদায় জানালাম।"

No comments