করোনা আবহে লক্ষী প্রতিমা কম বিক্রি হওয়ার ফলে প্রতিমা শিল্পীর কপালে ভাঁজ। বিক্রির আশায় পসরা সাজিয়ে বসেছে হলদিয়া শহরের প্রতিমা শিল্পীরারাত পোহালেই কোজাগরী লক্ষী পূজো। জোর কদমে চলছে লক্ষী প্রতিমা থেকে পুজোর ফলমূল কেনাকাটা। করো…
করোনা আবহে লক্ষী প্রতিমা কম বিক্রি হওয়ার ফলে প্রতিমা শিল্পীর কপালে ভাঁজ। বিক্রির আশায় পসরা সাজিয়ে বসেছে হলদিয়া শহরের প্রতিমা শিল্পীরা
রাত পোহালেই কোজাগরী লক্ষী পূজো। জোর কদমে চলছে লক্ষী প্রতিমা থেকে পুজোর ফলমূল কেনাকাটা। করোনার কারনে জেলার সর্বত্রই লক্ষ্মী পুজোয় কিছুটা ভাটা পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত চাউলখোলা ও কিসমৎ শিব রামনগর লক্ষী গ্রাম নামে পরিচিত।এখানে যেমন বড় বড় মন্ডপ এবং প্রতিমা প্রতি বৎসর মানুষের মন কেড়ে নিয়েছে ।
এছাড়া শিল্প শহর হলদিয়া এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনার মেতে উঠতো আট থেকে আশি আবালবৃদ্ধবনিতা। সেই সুবাদে শিল্পীরা অনেক অর্ডারের বাইরে বেশি প্রতিমা করত! কিন্তু করোণা পরিস্থিতিতে অনেক পুজো কমেছে। শিল্পীদের বাড়তি বহু প্রতিমা রয়েছে। লাভের থেকে ক্ষতির পরিমাণ অনেক বেশি।দুর্গা প্রতিমা দেখার জন্য যেভাবে মানুষের ঢল নেমেছিল। এক শিল্পী বলেন এবারে করণা আবহাওয়া কাটিয়ে লক্ষ্মীর মায়ের পূজা করার জন্য বাড়িতে বাড়িতে মানুষ প্রতিমা নিয়ে যাবেন কিন্তু সেটাও হলো না। সুতাহাটা গ্রামীণ এলাকার এক প্রতিমা শিল্পী বলেন করোনার কারনে এবছর অনেক পুজো কমেছে। পুজোর আগের দিন থেকে যেভাবে বিক্রিবাটা হতো তা এবছর দেখা যায়নি।গত বছর যারা বড় লক্ষ্মী প্রতিমা নিত এ বছর তারা ছোট প্রতিমা নিয়ে পুজো করতে চাইছে।এই বৎসর করোনা পরিস্থিতির মধ্যে মানুষ পূজো করতে চাইছে না। তাই সারা জেলায় লক্ষী প্রতিমার বিক্রি কম। ফলে হতাশায় প্রতিমা শিল্পীরা।
AITC #AllindiaTrinamoolCongress #BanglarGorboMamata
#MamataBanerje#haldia # haldiabandar# haldialive# biswabangla# haldianews#tamrolipto municipality#nandakumar assembly#haldia assembly#haldia municipality
No comments