Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যালয়ের নির্মাণ হওয়ার পাঁচিল রাতের অন্ধকারে ভেঙে দেয় সেই জন্য পথ অবরোধ করে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ভবানিচক দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ হওয়ার পাঁচিল কে বা কারা রাতের অন্ধকারে ভেঙে দেয়।এই পরিপেক্ষিতে আজ সকাল ১১ টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীদের অভিভাবকরা।অভিভাকদের দাবি প…

 





পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ভবানিচক দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ হওয়ার পাঁচিল কে বা কারা রাতের অন্ধকারে ভেঙে দেয়।এই পরিপেক্ষিতে আজ সকাল ১১ টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীদের অভিভাবকরা।অভিভাকদের দাবি প্রাথমিক স্কুলের পাশেই বিজেপি পার্টি অফিস।ওই পার্টি অফিস সরাতে হবে।


ওরাই ঐ স্কুলের পাঁচিল ভেঙেছে ।তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এগরা থানার বিশাল পুলিশ বাহিনী।এখনো পথ অবরোধ চলছে।বিজেপি জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন এই নোংরা কাজ বিজেপি দল করে না।এসব তৃণমূল করেছে। ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল ওদের মধ্যে।প্রশাসনকে জানিয়েছি ওনারা যা করার করবেন।এই স্কুলের কাজ সম্পূর্ণ বে আইনি ভাবে হচ্ছে।তৃনমুল অভিযোগ করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে।নিজেদের দোষ চাপতেই বিজেপি এই দায় তৃনমূলের উপর চাপাচ্ছে

No comments