Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পথশ্রী'- প্রকল্পে ঢালাই রাস্তার সূচনা করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান অখিলেশ পন্ডা

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/LsGueHbRZYsপথশ্রী' প্রকল্পে রাস্তার শিলান্যাস করা হয়। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের তিন কিলোমিটার 'পথশ্রী'- প্রকল্পে ঢালাই রাস্তার সূচনা …

 





ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/LsGueHbRZYs

পথশ্রী' প্রকল্পে রাস্তার শিলান্যাস করা হয়। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের তিন কিলোমিটার 'পথশ্রী'- প্রকল্পে ঢালাই রাস্তার সূচনা করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান অখিলেশ পন্ডা। এ দিন আকন্দি গ্রামে ওই রাস্তার উদ্বোধন করা হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান অখিলেশ পন্ডা বলেন, "দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি মেনেই এই তিন কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হয়। কাঁথি-৩ ব্লকের অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে।" উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সদস্য বিমল চন্দ্র শাসমল, ব্লক এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঙ্গীতা প্রধান, স্থানীয় পঞ্চায়েত সদস্যা অর্চনা গিরি প্রমুখ।


No comments