Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সকাল থেকেই মাংস দোকানে লম্বা লাইন

পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের অবস্থিত মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নিকটে অবস্থিত একটি মিট শপ দোকানে ভীড় দেখা যায় রবিবার। দুর্গাপুজো তে সমস্ত পূজামণ্ডপে যাতে কোনো ভাবেই ভীড়  না হয় তার জন্য হাইকোর্ট থ…

 





পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের অবস্থিত মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নিকটে অবস্থিত একটি মিট শপ দোকানে ভীড় দেখা যায় রবিবার। দুর্গাপুজো তে সমস্ত পূজামণ্ডপে যাতে কোনো ভাবেই ভীড়  না হয় তার জন্য হাইকোর্ট থেকে বিভিন্ন নিয়ম নীতি চালু করা হয়েছে কিন্তু মেচেদা থেকে একটি খাসি মাংসের দোকানে সকাল থেকেই লাগামছাড়া ভীড় দেখা যায় রবিবার সকাল থেকেই ।শুধু তাই নয় সোশ্যাল ডিসটেন্স তো দূরের কথা কারো মুখে মাক্স পর্যন্ত নেই ।অসচেতন ভাবেই গাদাগাদি  করে খাসির মাংস কিনতে ভিড় দেখা যায় সকাল থেকেই। এমনকি ভিড় ঠেলে প্রত্যেকে আগে নিতে চায়। সরকারি নিয়ম-নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে এমন চিত্র ধরা পড়ল মেচেদার ওই খাসি মাংসের দোকানে। দোকান মালিকের পক্ষ থেকে বার বার মাইকে এনাউন্স করা হয় সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার জন্য কিন্তু সাধারণমানুষ ওই দোকানদারের কথা অমান্য করেই গাদাগাদি ভাবেই লাইনে দাঁড়িয়ে মাংস কিনতে রীতিমত ব্যস্ত হয়ে পড়ে। দোকানের মালিক শেখ হাসমত আলী বলেন-দোকান খোলার থেকেই আমি বারবার মাইকিং দ্বারা প্রচার করছি আপনারা মাংস কিনতে আসলে অবশ্যই মাক্স পরে আসবেন এবং সোশ্যাল ডিসটেন্স বজায় রাখবেন। কিন্তু এত মানুষের আনাগোনা হবে ভাবতে পারিনি। যার কারণে আমরাও রীতিমতো স্তম্ভিত ।সাধারণ মানুষ কোন ভাবেই আমাদের কথাতে কর্ণপাত

No comments