Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় আদর্শ ওয়ার্ডে ৫১ পাউন্ড কেক কেঁটে ! গান্ধীজীর জন্মদিনে ছাএ ছাত্রী দের পুস্তক বিতরণ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ZEnWte89zu0জাতির জনক ও ভারতের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ মোহন দাস করম চাঁদ গান্ধীর ১৫১তম জন্ম জয়ন্তী উদযাপন হলদিয়া ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডে। দিবসটি পালিত হয় ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডের  ছাত্র-যু…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ZEnWte89zu0

জাতির জনক ও ভারতের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ মোহন দাস করম চাঁদ গান্ধীর ১৫১তম জন্ম জয়ন্তী উদযাপন হলদিয়া ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডে। দিবসটি পালিত হয় ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডের  ছাত্র-যুবর উদ্যোগে।

উপস্থিত ছিলেন সবার প্রিয় কাউন্সিলর, হলদিয়া বাসীর গর্ব, আদর্শ ওয়ার্ডের আদর্শ কাউন্সিলর শেখ আজগর আলী(পল্টু ) পৌর পারিষদ হলদিয়া পৌরসভা, এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও মাদ্রাসার শিক্ষক সহ ওয়ার্ডের ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতীরা।


জাতীয় পতাকা উত্তোলন ও মহাত্মা গান্ধীর ছবিতে মাল্য দান ও আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানিয়ে অনুষ্ঠানটি সূচনা করেন। সভায় দুই শতাধিক  ছাত্র-ছাত্রীর হাতে মহাত্মা গান্ধীজির জীবনী বই তুলে দেন।মহাত্মা গান্ধীর জন্ম দিনের প্রায় ৫১ পাউন্ড কেক কেটে সভা শেষ করেন। 

No comments