মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও রত্নগর্ভা মায়ের দ্রুত আরোগ্য কামনায় তমলুকের শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আজ উদযাপিত হচ্ছে বিশেষ আরাধনা যজ্ঞ । সকালে ১০০৮ সচন্দন তুলসীপত্র সমর্পণ, শ্রীশ্রী আদি নৃসিংহ দেবের বিশেষ পূজা, মহা…
মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও রত্নগর্ভা মায়ের দ্রুত আরোগ্য কামনায় তমলুকের শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আজ উদযাপিত হচ্ছে বিশেষ আরাধনা যজ্ঞ । সকালে ১০০৮ সচন্দন তুলসীপত্র সমর্পণ, শ্রীশ্রী আদি নৃসিংহ দেবের বিশেষ পূজা, মহাপ্রভুর ষোড়শোপচার পূজা, শাস্ত্রপাঠ, নৃসিংহাভিষেক সহ সনাতন ধর্মীয় বিবিধ ক্রিয়াকলাপ ।। সান্ধ্যকালীন পর্বে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চোপচার পূজা ও দশোপচার অর্চন। তার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে শাস্ত্রপাঠ, নামসংকীর্তন ও হবন ।। শ্রীভগবানের কাছে এই বিনীত প্রার্থনা আমাদের প্রিয় প্রাণের মানুষ শীঘ্রতার সঙ্গে সুস্থ হয়ে উঠুন ।
No comments