Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ হলদিয়া কুকড়াহাটি রায়চক ভেসেল চালু

হলদিয়া কুকড়াহাটি রায়চক ভেসেল চালু



উম-পুনের তাণ্ডবে ভেঙে যাওয়া কুকড়াহাটি জেটি নতুন করে সারানোর পর ফের চালু হচ্ছে শুক্রবার থেকে।


 প্রায় সাড়ে তিন মাস ভোগান্তির পর এবার হলদিয়া কলকাতা যাতায়াতে সুবিধা হবে।
হলদিয়া থেকে কলকাতা যাবার সুগ…

 





হলদিয়া কুকড়াহাটি রায়চক ভেসেল চালু


Add caption



উম-পুনের তাণ্ডবে ভেঙে যাওয়া কুকড়াহাটি জেটি নতুন করে সারানোর পর ফের চালু হচ্ছে শুক্রবার থেকে।


Add caption


 প্রায় সাড়ে তিন মাস ভোগান্তির পর এবার হলদিয়া কলকাতা যাতায়াতে সুবিধা হবে।


হলদিয়া থেকে কলকাতা যাবার সুগম পথ কুকড়াহাটি থেকে রায়চক ফেরী সার্ভিস ।কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার হয়ে  কাকদ্বীপ যাওয়ার এই রাস্তা । ২০ মে আম্ফান ঘূর্ণিঝড়ের ভেঙে পড়ে ফেরিঘাট তার ফলে হলদিয়া কলিকাতা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। শিল্পশহর হলদিয়া থাকার জন্য কলিকাতা থেকে বহু মানুষ আসতেন ।তাঁদের সমস্যায় পড়তে হয় রায়চক থেকে কুকড়াহাটি যারা মাছ ধরত সেই নৌকায় করে। বেশি পয়সা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে হলদিয়া প্রত্যহ কাজে আসতে হতো ।অথবা হলদিয়া টাউনশিপ থেকে মেচেদা  হয়ে ধর্মতলা যাওয়ার তাতে পয়সা ব্যায় বাহুল্য। আম্ফান ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ার পর ভূতল পরিবহন দপ্তর তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়। ওদিকে গেঁওখালি  থেকে নুরপুর এবং গাদিয়াড়া সার্ভিস চালু হয়ে যায়। রায়চক ফেরী সার্ভিস চালু না হওয়ার জন্য। যদিও এক মাস আগে গেঁওখালি নরপুর এবং গাদিয়াড়া ফেরি সার্ভিস চালু হয়েছিল কিন্তু রায়চক ফেরী সার্ভিস চালু করতে প্রায় সাড়ে তিন মাস অতিক্রম করে।

 আজ ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হলো যদিও কুকড়াহাটি ডায়মন্ড হারবার এই লঞ্চ পরিষেবা চালু হলো না বিশেষ সূত্রে জানা যায় কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস চালু হতে আরও দু-তিন দিন সময় লেগে যাবে ।তবুও মানুষ খুশী ফেরি সার্ভিস চালু হলে যারা কাকদ্বীপ যাবেন তারা সরিষার হাটে আশ্রম  মোড় থেকে তারা বাস ধরতে পারবেন। এই ফেরি সার্ভিস চালু হয়েছিল দুই হাজার কুড়ি সালের ৩১ মার্চ। কিন্তু ধীরে ধীরে বহু সময় কেটেছে আর জেঠি আম্ফান ঘূর্ণিঝড়ের ভেঙে পড়াতেই নতুন করে  তৈরি করে আসতে সময় লেগে গেল প্রায় সাড়ে তিন মাস। আজ সমস্ত প্রতীক্ষার অবসান ঘটে হলদিয়া  রায়চক ফেরী সার্ভিস চালু হল। এলাকার মানুষ এবং ওই এলাকার দোকানদার সহ হলদিয়া কুকড়াহাটি বাস ব্যবসায়ী প্রায় কুড়ি খানা বাস চলত। তারাও খুশি এবং তাদের মুখে হাসি ফুটেছে বলে জানা যায়। বাসের মালিক বললেন আমরা দীর্ঘদিন আম্ফান ঘূর্ণিঝড় এবং করোনা ভাইরাসের তাণ্ডবে সমস্ত ব্যবসা বন্ধ। কিন্তু আজ এই ফেরি সার্ভিস চালু হলে হলদিয়া থেকে ব্রজলালচক হয় এবং হলদিয়া থেকে দুর্গাচক ভায়া হয়ে প্রায় কুড়ি টি বাসের মালিক বাস চালিয়ে আসছে। নিয়মিতভাবে ফেরি সার্ভিস এর সাথে বাস পরিষেবা যুক্ত হয়ে গেল।

উম-পুনের তাণ্ডবে ভেঙে যাওয়া কুকড়াহাটি জেটি নতুন করে সারানোর পর ফের চালু হল।


No comments