Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড -১৯ এর র‍্যাপিড এন্টিজেন টেস্ট করোনা প্রতিরোধে হলদিয়া পঞ্চায়েত সমিতির এলাকায় ডালিম্বচকে

সংক্রমণের সংখ্যার সাথে সাথে সুস্থতা সংখ্যাও সমানতালে বেড়ে চলেছে। আক্রান্তের  সংখ্যা কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ  গ্রহন করে চলেছে। কোভিড হাসপাতাল, সেফ হোম থেকে শুরু করে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে …

 






সংক্রমণের সংখ্যার সাথে সাথে সুস্থতা সংখ্যাও সমানতালে বেড়ে চলেছে। আক্রান্তের  সংখ্যা কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ  গ্রহন করে চলেছে। কোভিড হাসপাতাল, সেফ হোম থেকে শুরু করে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ যাতে করোনা টেস্টের  পরিসেবা পায় তার জন্য রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে যত সাব সেন্টার রয়েছে সেখানে শুরু হয়েছে কোভিড-১৯ এর র‍্যাপিড এন্টিজেন টেস্ট এর কাজ। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি আজ লকডাউনে হলদিয়া ব্লকেও শুরু হয়েছে সেই কাজ। এদিন হলদিয়া ব্লক চকদ্বীপা গ্রামপঞ্চায়েতে কোভিড-১৯ এর র‍্যাপিড এন্টিজেন টেস্ট এর ব্যবস্থা করা হয়। সেখানে এলাকার ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ পরীক্ষার করার জন্য হাজির হয়। স্বাস্থ দপ্তরের নিয়ম অনুসারে  প্রতিটি সেন্টারে প্রতিদিন ১০০ জনের পরীক্ষা করা হবে। স্থানঃ ডালিম্বচক(পূর্ব) বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে কুমার পুর (পূর্ব)সু-সাস্থ কেন্দ্রের পক্ষ থেকে এই পরীক্ষা করা হচ্ছে

সহযোগীতায় রয়েছেন এই  এলাকার আশাদিদি নীলিমা দাস ও সমাজ সেবক সুকুমার সামন্ত

পরীক্ষার কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট  জানিয়ে দেওয়া হচ্ছে। যাদের রিপোর্ট পজিটিভ আসছে তাদের হোম আইসোলেটেড থাকা ও চিকিৎসকের পরামর্শ অনুসারে ঔষধপত্র খাওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ কর্মীরা। এই ধরনের টেস্টের ব্যবস্থা করায় খুশি এলাকার মানুষ।।


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/YcMTa8S_qGM



No comments