Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯৭ তম জন্মদিনে প্রবাদ প্রতিম ফুটবলার শৈলেন মান্নার স্মৃতিচারণ-- প্রণব দাস

প্রবাদপ্রতিম ফুটবলার শৈলেন মান্নার ৯৭ তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন। শৈলেন মান্নার প্রথম ক্লাব হাওড়া ইউনিয়ন । ১৯৪২ সালে মোহন বাগান তাকে দলে নেয় । ১৯৬০ সাল পর্যন্ত খেলেছিলেন সবুজ মেরুন জার্সি গায়ে । তাঁর নেতৃত্বে জমাট থাকত রক্ষণ …

 




প্রবাদপ্রতিম ফুটবলার শৈলেন মান্নার ৯৭ তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন। শৈলেন মান্নার প্রথম ক্লাব হাওড়া ইউনিয়ন । ১৯৪২ সালে মোহন বাগান তাকে দলে নেয় । ১৯৬০ সাল পর্যন্ত খেলেছিলেন সবুজ মেরুন জার্সি গায়ে । তাঁর নেতৃত্বে জমাট থাকত রক্ষণ । অনুমান ক্ষমতা ছিল অসাধারণ । বিপক্ষের আক্রমণ শেষ হতে পারে কিভাবে তা তিনি আগে-ভাগেই বুঝতে পারতেন । পাশাপাশি হেডটাও ছিল চমৎকার ।  আর ওঁর গোলের মতো ফ্রি কিকের কথা তো মিথে পরিনত হয়েছে । খালি পায়ে কি ভাবে যে এত জোরে শর্ট মারতেন তা ভাবাই যায় না । ফুটবলের প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল দেখার মতো । 2000 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাঁকে বিংশ শতাব্দীর সেরা ভারতীয় খেলোয়াড়ের সম্মান  দিয়েছিল ।১৯৫১ সালের প্রথম এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে প্রথম । প্রথম মোহনবাগান রত্নও তিনি পেয়েছিলেন । সবুজ মেরুন ড্রেসিংরুম শৈলেন মান্নার নামে নামাঙ্কিত । ১৯৭১ সালে কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছিল । ১৯৪৭ (লন্ডন) ও ১৯৫২ ( হেলসিঙ্কি ) ওলিম্পিকসে ভারতের সিনিয়র দলের হয়ে খেলেছেন , অধিনায়ক ছিলেন । বিপক্ষ ফুটবলারদের শান্ত রাখার জন্য তাঁর বড় অস্ত্র ছিল টাফ ট্যাকেল । ১৯৬০ সালে তিনি অবসর নিয়েছিলেন ।ফুটবল প্রশাসক হিসেবে তিনি ছিলেন অনবদ্য । শৈলেন মান্না মাঠে খেলা সময় ছিলেন বটবৃক্ষের মতো । তিনি মাঠে বাকিদের আগলে রাখতেন ।

No comments