Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশানের বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির

বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির , মাক্স ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশানের উদ্যেগে, এই শিবির থেকে ১০০জন সাধারণ মানুষ কে বিনা ব্যয়ে ঔষধ দেওয়া হয়েছে ,২০০  জন কে মাক্স ও চারা গাছ বিতরণ করা হয়েছে, অনুষ্ঠা…

 




বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির , মাক্স ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশানের উদ্যেগে, এই শিবির থেকে ১০০জন সাধারণ মানুষ কে বিনা ব্যয়ে ঔষধ দেওয়া হয়েছে ,২০০  জন কে মাক্স ও চারা গাছ বিতরণ করা হয়েছে, অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রধান    আধিকারিক সম্মানীয় ডাঃ সনদ দেব অধিকারী মহাশয়,


ডাক্তার বাবু বলেন এই সংস্থাটি কে আমি ব্যাক্তিগত ভাবে জানি,covid 19  প্রারম্ভিক কাল থেকে সচেতনতা শিবির, মাক্স,সাবান,স্যানিটাজার,

এমন কি লক ডাউনে সাধারণ মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রিক বিতরণ করে,করোনা আবহের মধ্য দিয়ে করোনা বিধি মেনে সধারন মানুষের মধ্যে সচেতনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই শিবির কে সাধু বাদ জানাই, তিনি আরো বলেন জ্বর হলে যে করনা হবে এরকম কোন নিশ্চয়তা নেই, কোন সমস্যা হলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা পরিষেবা নিতে বলেন,সরকারের স্বাস্থ্য বিভাগ আপনাদের পাশে আছেন,সংস্থার কে  বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন, যাতে এরকম আরো বেশি করে সচেতনতা মূলক ক্যাম্প হয় তার উপর জোর দিতে বলেন।( ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/J3Sy52LMLNA )

সংস্থার সম্পাদক সহ সদস্য মন্ডলী কে আন্তরিক শুভেচ্ছা জানাই, পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য স্নেকম্যান নকুল চন্দ্র ঘাঁটি বলেন এই সংস্থাটি দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভাবে এলাকায় কূসংকার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কূসংকারের  বিরুদ্ধে সচেতনতা মূলক বার্তা দিয়ে চলছে,বিষধর সাপ কে যাতে কেউ না মেরে বন দপ্তরের হাতে তুলে দেন এবং  জীব বৈচিত্র্য  সঠিক থাকে এ বার্তা সংস্থা দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তথা শিক্ষক দিয়ানত আলি মোল্লা তিনি বলেন সামাজিক কাজ কি ভাবে করতে হয় তা আল আমিন অনাথ ফাউন্ডেশান একটি দৃষ্টান্ত, এদের কাজে আমি আপ্লুত, তিনি সার্বিক ভাবে সহযোগিতা করার অঙ্গীকার বদ্ধ হয়ন, এই শিবিরে ডাঃ সেক সাই ফুল ইসলাম,ডাঃ অহীন্দ্র মাইতি উপস্থিত ছিলেন,সংস্থার সম্পাদক মহাশয় সকল শুভানুধ্যায়ী দের কৃতজ্ঞতা জানাই, আরো বেশি করে এরকম শিবির করিতে পারে তার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে বলেন গুনী জন দের ।


No comments